Job Opportunity in IIT Kharagpur: স্নাতকদের জন্য সুবর্ণ সুযোগ, মোটা বেতনে IIT খড়গপুরে চাকরি! আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Opportunity in IIT Kharagpur: বিশেষ প্রকল্পে কাজের সুযোগ, আইআইটি খড়গপুরে গ্রাজুয়েট ছেলে-মেয়ের কাজের সুযোগ। বিশদে জেনে আজই আবেদন করুন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: যে কোনও বিষয়ে স্নাতক রয়েছে? আইটিআই কোর্সও করেছেন? তবে আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে চাকরির সুযোগ।
স্নাতক পাশ করা থাকলে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে প্রযুক্তি বিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। ক্রাম্ব রাবার তৈরির কৌশল নিয়ে গবেষণা করছে আইআইটি খড়্গপুর।ওই প্রতিষ্ঠানের রাবার টেকনোলজি বিভাগের প্রকল্পে গবেষক হিসাবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন আপনিও।
আরও পড়ুন: কলকাতার পর বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট কোন জেলায় তৈরি হচ্ছে? ঘোষণা হতেই খুশির জোয়ার!
সাধারণত, রাস্তা তৈরির কাজে ক্রাম্ব রাবার ব্যবহার করা হয়, এর ফলে কোনও দুর্ঘটনা ঘটলে চোট পাওয়ার আশঙ্কা কমে। এ ছাড়া গাড়ির ব্রেক প্যাড, টায়ার তৈরির কাজেও এই বিশেষ সামগ্রী ব্যবহার করা হয় এই ক্রাম্ব রাবার। সেই সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে নিয়োগ করবে আইআইটি খড়গপুর। মোট দু’বছরের চুক্তিতে ওই প্রকল্পে কাজ চলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ইন্ডিয়ান টায়ার টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটির আর্থিক সহযোগিতায় এবার Development of crumb rubber and its functionalization(RIF) এই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: মেধাবী পড়ুয়াদের জন্য ২০,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কারা পাবেন বৃত্তি? কতদিন আবেদন? বিশদে জানুন
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের রোবোটিক প্রসেস অটোমেশন, জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা দরকার। নিযুক্ত ব্যক্তি মোট দু’বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন।
advertisement
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২১,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৮ অক্টোবর। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
view commentsLocation :
Paschim Medinipur,West Bengal
First Published :
September 24, 2025 2:03 PM IST