Kitchen Vastu Tips: বাস্তুদোষ থেকে বাঁচতে রান্নাঘরে কোন জিনিস গুলো কখনই উল্টো করে রাখবেন না?

Last Updated:
রান্নাঘরে রান্না করার পর আমরা প্রায় সব জিনিসই আমাদের মতো করে সাজিয়ে নিই। যেখানে যেটা রাখার প্রয়োজন, সেই ভাবে জিনিস রেখে দিই।
1/6
রান্নাঘরে রান্না করার পর আমরা প্রায় সব জিনিসই আমাদের মতো করে সাজিয়ে নিই। যেখানে যেটা রাখার প্রয়োজন, সেই ভাবে জিনিস রেখে দিই। কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি কাজ করা কখনই উচিত নয়। প্রতীকী ছবি
রান্নাঘরে রান্না করার পর আমরা প্রায় সব জিনিসই আমাদের মতো করে সাজিয়ে নিই। যেখানে যেটা রাখার প্রয়োজন, সেই ভাবে জিনিস রেখে দিই। কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি কাজ করা কখনই উচিত নয়। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী তথা বাস্তুশাস্ত্রবিদ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, রান্নাঘরে বেশ কিছু জিনিস রয়েছে যা কখনই উল্টো করে রাখা উচিত নয়। এই কয়েকটি জিনিস উল্টো করে রাখলে সংসারে প্রবল আর্থিক কষ্ট নেমে আসতে পারে। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে জ্যোতিষী তথা বাস্তুশাস্ত্রবিদ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, রান্নাঘরে বেশ কিছু জিনিস রয়েছে যা কখনই উল্টো করে রাখা উচিত নয়। এই কয়েকটি জিনিস উল্টো করে রাখলে সংসারে প্রবল আর্থিক কষ্ট নেমে আসতে পারে। প্রতীকী ছবি
advertisement
3/6
প্রেশার কুকার:প্রায় প্রতিটা রান্নাঘরেই ব্যবহার হয়ে থাকে এটি। প্রেশার কুকার ব্যবহার করার পর অনেকেই তা উল্টে রেখে দেন। এতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হয়। এর ফলে বাড়িতে নানা ঝামেলা, ঝঞ্ঝাট হতে শুরু করে এবং আর্থিক কষ্টও দেখা দিতে পারে। তাই প্রেশার কুকার সোজা করে ঢাকনা আটকে রাখতে হবে। প্রতীকী ছবি
প্রেশার কুকার:প্রায় প্রতিটা রান্নাঘরেই ব্যবহার হয়ে থাকে এটি। প্রেশার কুকার ব্যবহার করার পর অনেকেই তা উল্টে রেখে দেন। এতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হয়। এর ফলে বাড়িতে নানা ঝামেলা, ঝঞ্ঝাট হতে শুরু করে এবং আর্থিক কষ্টও দেখা দিতে পারে। তাই প্রেশার কুকার সোজা করে ঢাকনা আটকে রাখতে হবে। প্রতীকী ছবি
advertisement
4/6
কড়াই:রান্নাঘরে কড়াই কখনওই উল্টো করে রাখতে নেই। এই কাজটি করলে দারিদ্র কখনওই পিছু ছাড়ে না। তাই রান্নার পর কড়াই সব সময় সোজা করে বা ঝুলিয়ে রাখাই শ্রেয়। প্রতীকী ছবি
কড়াই:রান্নাঘরে কড়াই কখনওই উল্টো করে রাখতে নেই। এই কাজটি করলে দারিদ্র কখনওই পিছু ছাড়ে না। তাই রান্নার পর কড়াই সব সময় সোজা করে বা ঝুলিয়ে রাখাই শ্রেয়। প্রতীকী ছবি
advertisement
5/6
রুটি বানানোর তাওয়া:আমরা অনেকেই তাওয়ায় রুটি করার পর সেটিকে উল্টে রেখে দি। কিন্তু, জানেন কি এই কাজ একেবারেই করতে নেই। কারণ, এর ফলে বাড়িতে দারিদ্র প্রবেশ করে। জীবনে আর্থিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই তাওয়া সব সময় সোজা করে ঝুলিয়ে বা একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। প্রতীকী ছবি
রুটি বানানোর তাওয়া:আমরা অনেকেই তাওয়ায় রুটি করার পর সেটিকে উল্টে রেখে দি। কিন্তু, জানেন কি এই কাজ একেবারেই করতে নেই। কারণ, এর ফলে বাড়িতে দারিদ্র প্রবেশ করে। জীবনে আর্থিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই তাওয়া সব সময় সোজা করে ঝুলিয়ে বা একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। প্রতীকী ছবি
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement