Kali Puja 2024 Date Time: এবছর কালীপুজো কবে? কার্ত্তিক অমাবস্যার ঠিক কোন মুহূর্ত পুজো শুরুর জন্য শুভ? জানুন শ্যামাপুজোর খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kali Puja 2024 Date Amavasya Timing: ৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে।
*বাংলায় কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো করেন। দুর্গাপুজোর পরে যে কালীপুজো হয়, তাকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। দেখে নিন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement