Zubeen Garg: তবে কি জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল? জেরায় ব্যান্ডের সদস্য শেখর জ্যোতির বয়ান তদন্তের মোড় ঘুরিয়ে দিল

Last Updated:
ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদযাপনে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন গায়ক জুবিন গর্গ। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় জুবিনের। অসম পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছিল আগেই। বুধবার গ্রেফতার করা হয় সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে
1/6
ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদযাপনে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন গায়ক জুবিন গর্গ। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় জুবিনের। অসম পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছিল আগেই। বুধবার গ্রেফতার করা হয় সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে।
ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদযাপনে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন গায়ক জুবিন গর্গ। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় জুবিনের। অসম পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছিল আগেই। বুধবার গ্রেফতার করা হয় সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে।
advertisement
2/6
জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না! গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্ত যত এগোচ্ছে, তত সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পুলিশি জেরায় জুবিনের কাছের বন্ধু ও ব্যান্ডের সদস্য সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী জানিয়েছেন, জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন।
জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না! গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্ত যত এগোচ্ছে, তত সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পুলিশি জেরায় জুবিনের কাছের বন্ধু ও ব্যান্ডের সদস্য সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী জানিয়েছেন, জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন।
advertisement
3/6
১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় ৫২ বছরের গায়ক জুবিন গর্গের। ইতিমধ্যেই জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের হাতে গায়কের ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, বিশেষ তদন্তকারী দল বা SIT আদালতে যে রিম্যান্ড নোট পেশ করেছে, তা কিন্তু বলছে অন্য কথা!
১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় ৫২ বছরের গায়ক জুবিন গর্গের। ইতিমধ্যেই জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের হাতে গায়কের ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, বিশেষ তদন্তকারী দল বা SIT আদালতে যে রিম্যান্ড নোট পেশ করেছে, তা কিন্তু বলছে অন্য কথা!
advertisement
4/6
বিশেষ তদন্তকারী দল বা SIT-র কাছে দেওয়া বয়ানে সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীর বিস্ফোরক অভিযোগ, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত ইচ্ছে করে স জায়গায় নিয়ে গিয়েছিল জুবিনকে, সেখানেই গায়ককে বিষ খাওয়ানো হয়। এখানেই শেষ নয়, শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নিজে ইয়টে মদ পরিবেশন করছিল। তার আদেশ ছিল, ইয়টের কোনও ভিডিও শেয়ার করা যাবে না।
বিশেষ তদন্তকারী দল বা SIT-র কাছে দেওয়া বয়ানে সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীর বিস্ফোরক অভিযোগ, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত ইচ্ছে করে শুনশান জায়গায় নিয়ে গিয়েছিল জুবিনকে, সেখানেই গায়ককে বিষ খাওয়ানো হয়। এখানেই শেষ নয়, শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নিজে ইয়টে মদ পরিবেশন করছিল। তার আদেশ ছিল, ইয়টের কোনও ভিডিও শেয়ার করা যাবে না।
advertisement
5/6
শেখর জ্যোতি গোস্বামী জানান, জুবিন গর্গ খুব ভাল সাঁতার কাটতে পারত। কাজেই তাঁর জলে ডুবে গিয়ে মৃত্যু সম্ভব নয়। জুবিনের শেষ মুহূর্তে, যখন তিনি জলে শ্বাস নেওয়ার জন্য লড়াই করছিলেন, তখন তাঁর মুখ- নাক দিয়ে ফেনা বার হয়ে আসে। সে মসয় সিদ্ধার্থ শর্মা বলতে থাকেন, অ্যাসিড রিফ্লাক্স-এর কারণেই নাকি ফেনা বার হচ্ছে। চিৎকার করে বলেন, “যাবো দে, যাবো দে।” অর্থাৎ ''ওকে যেতে দাও, ওকে যেতে দাও''। এসআইটির রিমান্ড নোটে জুবিনের সহ-গায়ক অমৃত প্রভা মহন্ত এবং অভিনেত্রী নিশিতা গোস্বামীর বয়ানও উল্লেখ করা হয়েছে।
শেখর জ্যোতি গোস্বামী জানান, জুবিন গর্গ খুব ভাল সাঁতার কাটতে পারত। কাজেই তাঁর জলে ডুবে গিয়ে মৃত্যু সম্ভব নয়। জুবিনের শেষ মুহূর্তে, যখন তিনি জলে শ্বাস নেওয়ার জন্য লড়াই করছিলেন, তখন তাঁর মুখ- নাক দিয়ে ফেনা বার হয়ে আসে। সে মসয় সিদ্ধার্থ শর্মা বলতে থাকেন, অ্যাসিড রিফ্লাক্স-এর কারণেই নাকি ফেনা বার হচ্ছে। চিৎকার করে বলেন, “যাবো দে, যাবো দে।” অর্থাৎ ''ওকে যেতে দাও, ওকে যেতে দাও''। এসআইটির রিমান্ড নোটে জুবিনের সহ-গায়ক অমৃত প্রভা মহন্ত এবং অভিনেত্রী নিশিতা গোস্বামীর বয়ানও উল্লেখ করা হয়েছে।
advertisement
6/6
সিঙ্গাপুর পুলিশ বাহিনি (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার উপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ গরিমার সঙ্গেও কথা বলে। সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যু বিষয়ক পুলিশি তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, তদন্তের শুরুতেই গায়কের মৃত্যুর নেপথ্যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার।
সিঙ্গাপুর পুলিশ বাহিনি (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার উপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ গরিমার সঙ্গেও কথা বলে। সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যু বিষয়ক পুলিশি তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, তদন্তের শুরুতেই গায়কের মৃত্যুর নেপথ্যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার।
advertisement
advertisement
advertisement