১২ বছর পরে গুরু বৃহস্পতির শক্তিশালী কেন্দ্র ত্রিকোণ রাজযোগে তিন রাশির জীবনে ফিরতে চলেছে ভাগ্য! ধনলাভের যোগ কাদের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দেবতাদের গুরু বৃহস্পতি সৌভাগ্য, সম্পদ, জ্ঞান এবং সম্মানের প্রতীক। গুরু গ্রহ ১১ নভেম্বর কর্কট রাশিতে বক্রী হতে চলেছেন। এই অবস্থায় বৃহস্পতি ১১ মার্চ ২০২৬ পর্যন্ত অবস্থান করবেন। ফলে এই সময় ডিসেম্বর মাসে মিথুন রাশিতে প্রবেশ করবেন।
advertisement
advertisement
মীন রাশিদেবগুরু বৃহস্পতি এই রাশির দশম ঘরে ত্রিকোণ যোগ তৈরি করতে চলেছে। ফলে, এই সময় কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হতে চলেছে। এর ফলে মীন রাশির জীবনে আসতে চলেছে অপার সাফল্য। এই সময় জীবনে আপনি গভীরতা খুঁজে পাবেন। একইসঙ্গে এই সময় আপনি আত্মবিশ্বাস খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে এই সময় আপনার পরিশ্রমের ফল পাবেন। যদিও ফল পেতে কিছুটা দেরি হবে কিন্তু, ফল পাবেন। একইসঙ্গে আর্থিক স্থিতি কিছুটা হলেও উন্নতি হবে। অন্যাবশ্যক কোনও ঝগড়া থেকে দূরে থাকুন। পরিবারের কোনও শুভ কাজের পরিকল্পনা করতে পারেন।
advertisement
মেষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের জীবনে কেন্দ্র ত্রিকোণ কেন্দ্র রাজযোগ নির্মাণ হতে চলেছে। এই রাশির জাতকদের আত্মচিন্তন করতে হবে। আগে যাদের কাজে বাধা পড়ছিল তাদের এবার ধীরে ধীরে উন্নতি হবে। কর্মক্ষেত্রে নতুন রণনীতি আপনার কাজে আসতে পারে। একই সঙ্গে আপনার ব্যবসায়িক যোজনা সফল হতে পারে। এই সময় ব্যক্তিগত জীবন স্থিতিশীল হতে চলেছে। শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টা উত্তম হতে চলেছে।
advertisement
advertisement


