Jamai Sasthi 2023: এ বছর জামাইষষ্ঠী কবে? জানুন সে দিন কত ক্ষণ থাকবে ষষ্ঠী তিথি

Last Updated:
Jamai Sasthi 2023:জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পার্বণ পালিত হয়।
1/9
পড়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম জামাইষষ্ঠী এই সময়েই হয়।
পড়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম জামাইষষ্ঠী এই সময়েই হয়।
advertisement
2/9
এ বছর জামাইষষ্ঠী পড়েছে ২৫ মে, বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১০ জ্যৈষ্ঠ, ১৪২০।
এ বছর জামাইষষ্ঠী পড়েছে ২৫ মে, বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১০ জ্যৈষ্ঠ, ১৪২০।
advertisement
3/9
এই তিথিতে জামাইদের আপ্যায়ন করা হয়। তাই লোকমুখে নাম হয়ে গিয়েছে জামাইষষ্ঠী।
এই তিথিতে জামাইদের আপ্যায়ন করা হয়। তাই লোকমুখে নাম হয়ে গিয়েছে জামাইষষ্ঠী।
advertisement
4/9
প্রকৃতপক্ষে এই তিথি ও পার্বণের নাম অরণ্যষষ্ঠী। শুধু জামাই নন। তাঁর সন্তানদের জন্যেও এই তিথিতে মঙ্গল ও কল্যাণকামনা করেন শাশুড়ি মায়েরা।
প্রকৃতপক্ষে এই তিথি ও পার্বণের নাম অরণ্যষষ্ঠী। শুধু জামাই নন। তাঁর সন্তানদের জন্যেও এই তিথিতে মঙ্গল ও কল্যাণকামনা করেন শাশুড়ি মায়েরা।
advertisement
5/9
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পার্বণ পালিত হয়।
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পার্বণ পালিত হয়।
advertisement
6/9
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এ বছর ২৫ মে বা ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ভোর ২.২২ মিনিট থেকে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এ বছর ২৫ মে বা ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ভোর ২.২২ মিনিট থেকে।
advertisement
7/9
এই তিথি থাকবে ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত।
এই তিথি থাকবে ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত।
advertisement
8/9
এই তিথিতে ৬ টি ফল নিবেদন করা হয় মা ষষ্ঠীকে। তার পর ব্রতকথা শোনার পর জলে চোবানো ঠান্ডা তালপাতার বাতাস করা হয়। জামাই ও সন্তানের হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো।
এই তিথিতে ৬ টি ফল নিবেদন করা হয় মা ষষ্ঠীকে। তার পর ব্রতকথা শোনার পর জলে চোবানো ঠান্ডা তালপাতার বাতাস করা হয়। জামাই ও সন্তানের হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement