Padastak Yog: ভাগ্যের ফেরে পথ হারাবে সাফল্য! মঙ্গল-শনির মিলনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর পদাষ্টক যোগ! তিন রাশির জীবনে নামবে চরম দুর্ভোগ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিছু সময় অন্তর গ্রহ এবং নক্ষত্রের গোচরের ফলে শুভ এবং অশুভ যোগের সৃষ্টি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশিআপনাদের জন্য এই অতি ভয়ঙ্কর পদাষ্টক যোগ ভীষণ হানিকারক হতে চলেছে। এই সময় আপনার মনে প্রবল চাপের সৃষ্টি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় আপনার স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। এছাড়াও এই সময় আপনার বৈবাহিক জীবন ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে এই সময়টা বৃশ্চিক রাশির জন্য খুব একটা ভাল কাটবে না।
advertisement
কুম্ভ রাশিপদাষ্টক যোগ এই রাশির জাতক/জাতিকাদের জন্য দুর্ভোগ বয়ে আনতে চলেছে। এই সময় আপনার স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। এই সময় আপনি ঋণে জর্জরিত হতে পারেন। এছাড়াও, এই সময় চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা সুখকর নয়। কারণ, এই সময় কর্মস্থলে চাপ বাড়বে। ব্যবসায় এই সময় মন্দার সম্মুখীন হতে পারেন। অন্যদিকে, এই সময় অত্যধিক ব্যয়ের সামনে পড়তে পারেন।
advertisement
কন্যা রাশিআপনাদের জন্য এই ভয়ঙ্কর অশুভ যোগ জীবনে দুর্দশা ডেকে আনবে। এই সময় আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। এছাড়াও, এই সময় আপনার সঙ্গে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অন্য দিকে এই সময় আপনাকে রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করা জরুরি। চাকরিজীবীদের কর্মস্থলে মতবিরোধের ঘটনা ঘটতে পারে। এছাড়াও, এই সময় ব্যবসায় মন্দার সম্মুখীন হতে পারেন।
advertisement


