মহাদেব মাথায় ধারণ করেন চাঁদ, সমুদ্র মন্থনের সঙ্গে গভীরভাবে জুড়ে রয়েছে সম্পর্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সমুদ্র মন্থনের পর থেকেই শিবের মস্তকে চন্দ্র শোভা পায়। এগুলো ভগবান শিবের অলংকার। ভগবান ভোলেনাথের ভক্তি খুবই সহজ।
advertisement
advertisement
advertisement
advertisement
সমুদ্র মন্থনের পর থেকেই শিবের মস্তকে চন্দ্র শোভা পায়। এগুলো ভগবান শিবের অলংকার। ভগবান ভোলেনাথের ভক্তি খুবই সহজ। যে কোন ভক্ত তাকে সত্যিকারের চিত্তে স্মরণ করে এবং তার পূজা করে, মহাদেব তার সমস্ত ইচ্ছা পূরণ করেন।এটি একটি পৌরাণিক বিশ্বাস যে সোমবার উপবাস করে এবং নিয়ম-কানুন অনুসারে ভগবান শিবের আরাধনা করলে ভগবান মহাদেব সেই ভক্তের প্রতি সর্বদা তাঁর কৃপা বজায় রাখেন। সোমবার, শঙ্কর জির জলাভিষেক এবং দুগ্ধাভিষেক করার পরে, তাঁর প্রিয় জিনিসগুলি যেমন ভাং, ধাতুরা ইত্যাদি নিবেদন করা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনের মত নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রচলিত কাহিনীর আধারে এই প্রতিবেদন৷ সঠিক তত্ত্ব জানতে বিশেষজ্ঞের মতামত নিন৷)