মহাদেব মাথায় ধারণ করেন চাঁদ, সমুদ্র মন্থনের সঙ্গে গভীরভাবে জুড়ে রয়েছে সম্পর্ক

Last Updated:
সমুদ্র মন্থনের পর থেকেই শিবের মস্তকে চন্দ্র শোভা পায়। এগুলো ভগবান শিবের অলংকার। ভগবান ভোলেনাথের ভক্তি খুবই সহজ।
1/5
কলকাতা: ভগবান ভোলানাথের বেলপাতা, ভাঙ, ধুতুরা, দুগ্ধাভিষেক ভীষণ পছন্দ৷ এই সবের পিছনে কোনও না কোনও পৌরাণিক কাহিনী থাকেই৷ আপনারা দেখেছেন ভগবান মহাদেবের মাথায় চন্দ্রমা বিরাজ করে৷ এর পিছনে পৌরাণিক কাহিনীও জারি আছে৷
কলকাতা: ভগবান ভোলানাথের বেলপাতা, ভাঙ, ধুতুরা, দুগ্ধাভিষেক ভীষণ পছন্দ৷ এই সবের পিছনে কোনও না কোনও পৌরাণিক কাহিনী থাকেই৷ আপনারা দেখেছেন ভগবান মহাদেবের মাথায় চন্দ্রমা বিরাজ করে৷ এর পিছনে পৌরাণিক কাহিনীও জারি আছে৷
advertisement
2/5
সমুদ্র মন্থনের কাহিনী সম্পর্কে সকলেই জানেন৷ এই সময়ে বিষ বা হলাহল  উঠে এসেছিল৷ এই বিষ স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে নেন৷ এই জন্যেই তাঁকে নীলকণ্ঠও বলা হয়৷  (Image: Canva)
সমুদ্র মন্থনের কাহিনী সম্পর্কে সকলেই জানেন৷ এই সময়ে বিষ বা হলাহল  উঠে এসেছিল৷ এই বিষ স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে নেন৷ এই জন্যেই তাঁকে নীলকণ্ঠও বলা হয়৷  (Image: Canva)
advertisement
3/5
পৌরাণিক মান্যতা অনুযায়ী বিষপানের প্রভাবে ভগবান ভোলানাথের শরীরে অত্যন্ত উষ্ণতা অনুভব হচ্ছিল৷ তাঁর শরীরে শীতলতার প্রয়োজন ছিল৷ বিষের কারণে তাঁর শরীরে জ্বলন অনুভব হচ্ছিল৷ তখন চন্দ্র এবং সব দেবতারা তাঁকে শীতলতা দেওয়ার জন্য চাঁদ মাথায় ধারণ করার পরামর্শ দেন৷
পৌরাণিক মান্যতা অনুযায়ী বিষপানের প্রভাবে ভগবান ভোলানাথের শরীরে অত্যন্ত উষ্ণতা অনুভব হচ্ছিল৷ তাঁর শরীরে শীতলতার প্রয়োজন ছিল৷ বিষের কারণে তাঁর শরীরে জ্বলন অনুভব হচ্ছিল৷ তখন চন্দ্র এবং সব দেবতারা তাঁকে শীতলতা দেওয়ার জন্য চাঁদ মাথায় ধারণ করার পরামর্শ দেন৷
advertisement
4/5
চন্দ্র এবং দেবতারা প্রার্থণায় ভগবান মহাদেব নিজের মাথায় চন্দ্রমা ধারণ করে নেন৷ যার জন্য তাঁর শরীরে শীতলতা প্রদান করেন৷ শ্বেত চন্দ্রমা খুবই শীতল হন৷ তাঁর থেকে পুরো সৃষ্টি শীতলতা পায়৷ এই কারণে মহাদেব তাঁকে মাথায় ধারণ করে নেন৷
চন্দ্র এবং দেবতারা প্রার্থণায় ভগবান মহাদেব নিজের মাথায় চন্দ্রমা ধারণ করে নেন৷ যার জন্য তাঁর শরীরে শীতলতা প্রদান করেন৷ শ্বেত চন্দ্রমা খুবই শীতল হন৷ তাঁর থেকে পুরো সৃষ্টি শীতলতা পায়৷ এই কারণে মহাদেব তাঁকে মাথায় ধারণ করে নেন৷
advertisement
5/5
সমুদ্র মন্থনের পর থেকেই শিবের মস্তকে চন্দ্র শোভা পায়। এগুলো ভগবান শিবের অলংকার। ভগবান ভোলেনাথের ভক্তি খুবই সহজ। যে কোন ভক্ত তাকে সত্যিকারের চিত্তে স্মরণ করে এবং তার পূজা করে, মহাদেব তার সমস্ত ইচ্ছা পূরণ করেন।এটি একটি পৌরাণিক বিশ্বাস যে সোমবার উপবাস করে এবং নিয়ম-কানুন অনুসারে ভগবান শিবের আরাধনা করলে ভগবান মহাদেব সেই ভক্তের প্রতি সর্বদা তাঁর কৃপা বজায় রাখেন। সোমবার, শঙ্কর জির জলাভিষেক এবং দুগ্ধাভিষেক করার পরে, তাঁর প্রিয় জিনিসগুলি যেমন ভাং, ধাতুরা ইত্যাদি নিবেদন করা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনের মত নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রচলিত কাহিনীর আধারে এই প্রতিবেদন৷ সঠিক তত্ত্ব জানতে বিশেষজ্ঞের মতামত নিন৷)
সমুদ্র মন্থনের পর থেকেই শিবের মস্তকে চন্দ্র শোভা পায়। এগুলো ভগবান শিবের অলংকার। ভগবান ভোলেনাথের ভক্তি খুবই সহজ। যে কোন ভক্ত তাকে সত্যিকারের চিত্তে স্মরণ করে এবং তার পূজা করে, মহাদেব তার সমস্ত ইচ্ছা পূরণ করেন।এটি একটি পৌরাণিক বিশ্বাস যে সোমবার উপবাস করে এবং নিয়ম-কানুন অনুসারে ভগবান শিবের আরাধনা করলে ভগবান মহাদেব সেই ভক্তের প্রতি সর্বদা তাঁর কৃপা বজায় রাখেন। সোমবার, শঙ্কর জির জলাভিষেক এবং দুগ্ধাভিষেক করার পরে, তাঁর প্রিয় জিনিসগুলি যেমন ভাং, ধাতুরা ইত্যাদি নিবেদন করা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনের মত নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রচলিত কাহিনীর আধারে এই প্রতিবেদন৷ সঠিক তত্ত্ব জানতে বিশেষজ্ঞের মতামত নিন৷)
advertisement
advertisement
advertisement