Bath time | Astrological tips: বিকেলে স্নান করেন নাকি! খবরদার, ঘনিয়ে আসবে বিপদ, হুহু করে বেরিয়ে যাবে টাকা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
best time for bath as per astrology: হিন্দু ধর্মে স্নান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শুদ্ধ দেহে দেবতার অভিষেক করলে মনের যাবতীয় ইচ্ছাপূরণ হয়৷ পূর্ণিমা এবং সংক্রান্তির মতো তিথিতে নদীতে স্নান করলে পুণ্যলাভ হয়। মুক্তি হয় পাপ থেকে। এই ধরনের স্নান মাসে দু’বার বা তার বেশি করা উচিত।
হিন্দু ধর্মে শুদ্ধ ভাবে স্নান এবং স্নানের সময়কা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে প্রতিদিন শুদ্ধভাবে স্নানের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে স্নান করেন, তাঁরা কম অসুস্থ হন। ঠিক কোন সময় স্নান করার উপযুক্ত? বিকেলে কি স্নান করা উচিত? সন্ধ্যায় কি স্নান করা যায়? স্নান করার সঠিক সময় কী? কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানুন।
advertisement
advertisement
advertisement
স্নানের উপযুক্ত সময়: শাস্ত্র অনুসারে, স্নানের জন্য ব্রাহ্ম মুহুর্তের সময় ভোর ৩.৩০ থেকে ০৫.৩০ পর্যন্ত। এর পরে, স্নানের জন্য শিব মুহূর্ত সকাল ০৬:০০ থেকে ০৮:০০ টা পর্যন্ত। তারপর হরি মুহুর্ত সকাল ০৮:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত চলে। যদি এই তিনটি সময়ের মধ্যে স্নান করে নিতে পারেন তাহলে স্বাস্থ্যের উপকার হয়। সংসারেও শান্তি থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement