হোম » ছবি » জ্যোতিষকাহন » ১২ বছর বাদে সূর্য-বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা লাভবান হবেন ?

১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

  • 15

    ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

    ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং বৃহস্পতি এই দুটি গ্রহ অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহকে যশ, খ্যাতি এবং বিলাস, ভোগের গ্রহরূপে প্রতিপন্ন করা হয়। অন্য দিকে, বৃহস্পতি গ্রহকে অর্থ, প্রতিপত্তি গ্রহরূপে বিবেচনা করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ থেকে ২ মাস পরে অর্থাৎ আগামী এপ্রিল মাসে এই দুটি গ্রহের মিলন ঘটতে চলেছে মেষ রাশিতে। এর ফলে মেষ রাশিতে এক মহাজোট তৈরি হবে। Representative Image

    MORE
    GALLERIES

  • 25

    ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

    এক দিকে বৃহস্পতির প্রভাবে জাতক-জাতিকাদের বিদ্যা, ধনপ্রাপ্তিতে লাভ হবে; অন্য দিকে, সূর্যের প্রভায় জাতক-জাতিকাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করছে। আগামী এপ্রিল মাসে এই দুটি গ্রহই মেষ রাশিতে মিলিত হয়ে মহাজোট গঠন করতে চলেছে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা সূর্য ও বৃহস্পতির মহামিলনে লাভবান হতে চলেছেন। Representative Image

    MORE
    GALLERIES

  • 35

    ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

    কর্কট রাশি- কর্কট রাশির জাতক-জাতিকারা এই মহামিলন থেকে লাভবান হবেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা আর্থিক ভাবে লাভবান হবেন। যাঁরা চাকরি করছেন তাঁরা এমন কিছু প্রজেক্ট পেতে পারেন যাতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে জাতক-জাতিকারা সমস্ত দিক থেকে উন্নতি করবেন।

    MORE
    GALLERIES

  • 45

    ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

    সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকারা বিভিন্ন ভাবে সূর্য ও বৃহস্পতির মিলন থেকে লাভবান হবেন। যাঁরা এতদিন ধরে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছিলেন তাঁদের স্বপ্ন এবারে পূরণ হতে চলেছে। জাতক-জাতিকারা সমাজে সম্মানিত হবেন। পরিবারের সদস্যরাও এঁদের জন্য গর্ব বোধ করবেন।

    MORE
    GALLERIES

  • 55

    ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

    মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকারাও সূর্য ও বৃহস্পতির মিলন দ্বারা লাভবান হতে পারেন। মীন রাশির দ্বিতীয় ঘরে সূর্য এবং বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে। যাঁদের পূর্বে কোনও আর্থিক বিষয়ে লোকসান হয়েছে তাঁরা এবারে আর্থিক ভাবে লাভবান হবেন। মীন জাতক-জাতিকারা সার্বিক ভাবে এই জোটের প্রভাবে উন্নতি করবেন।  (প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES