১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Guru Gochar and Surya Rashi Parivartan: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ থেকে ২ মাস পরে অর্থাৎ আগামী এপ্রিল মাসে এই দুটি গ্রহের মিলন ঘটতে চলেছে মেষ রাশিতে। এর ফলে মেষ রাশিতে এক মহাজোট তৈরি হবে।
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং বৃহস্পতি এই দুটি গ্রহ অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহকে যশ, খ্যাতি এবং বিলাস, ভোগের গ্রহরূপে প্রতিপন্ন করা হয়। অন্য দিকে, বৃহস্পতি গ্রহকে অর্থ, প্রতিপত্তি গ্রহরূপে বিবেচনা করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ থেকে ২ মাস পরে অর্থাৎ আগামী এপ্রিল মাসে এই দুটি গ্রহের মিলন ঘটতে চলেছে মেষ রাশিতে। এর ফলে মেষ রাশিতে এক মহাজোট তৈরি হবে। Representative Image
advertisement
এক দিকে বৃহস্পতির প্রভাবে জাতক-জাতিকাদের বিদ্যা, ধনপ্রাপ্তিতে লাভ হবে; অন্য দিকে, সূর্যের প্রভায় জাতক-জাতিকাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করছে। আগামী এপ্রিল মাসে এই দুটি গ্রহই মেষ রাশিতে মিলিত হয়ে মহাজোট গঠন করতে চলেছে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা সূর্য ও বৃহস্পতির মহামিলনে লাভবান হতে চলেছেন। Representative Image
advertisement
advertisement
advertisement


