Ganesh Chaturthi 2022: 'রাশি' মেনে করুন গণেশ পুজো থেকে মন্ত্র জপ! জীবন হবে বিঘ্নমুক্ত! বিনাশ-বাধা দূর করবেন সিদ্ধিদাতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2022: আজ বিশেষ তিথিতে গণেশ পুজোয় নিন কিছু বিশেষ যত্ন। কারণ এই পুণ্য তিথিতে রাশি অনুযায়ী গণেশের পুজো করলে ও তাঁর মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন।
আজ গণেশ চতুর্থী। প্রত্যেক দেবী-দেবতার পুজোয় মন্ত্র জপের রয়েছে এক বিশেষ মাহাত্ম্য। নিত্যপুজোয় তেমনই গণেশের মন্ত্র জপ করেও নানান বাধা-বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায়। আজ বিশেষ তিথিতে গণেশ পুজোয় নিন কিছু বিশেষ যত্ন। কারণ এই পুণ্য তিথিতে রাশি অনুযায়ী গণেশের পুজো করলে ও তাঁর মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন।
advertisement
কুম্ভ ও মীন রাশি (Aquarius And Pisces Zodiac) শাস্ত্র মতে কুম্ভ রাশির জাতকদের প্রতিদিন এক মালা করে ওম অন্তরিক্ষায় স্বাহা মন্ত্র জপ করবেন। এর প্রভাবে সমস্ত দুঃখ দূর হবে ও ব্যক্তির জীবনে শুভ শক্তির আগমন ঘটবে। আবার মীন রাশির জাতকরা যদি গণেশ চতুর্থী থেকে প্রতিদিন ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করেন, তা হলে তাঁদের সমস্ত দুঃখ, কষ্ট দূর হবে। এ ক্ষেত্রে এক মালা অর্থাৎ ১০৮ বার মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
মেষ রাশির জাতকরা গণেশ পুজোয় ওম বক্রতুণ্ডায় হুং মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপ করলে তার প্রভাবে জীবনে আগত যে কোনও সমস্যা সমাপ্ত হবে। পাশাপাশি সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে। মানসিক শান্তি লাভের জন্য এই মন্ত্র জপ শুভ। অন্য দিকে বৃষ রাশির জাতকরা গণেশের সিদ্ধিবিনায়ক রূপের পুজো করবেন। এই রাশির জাতকরা প্রতিদিন ওম হীং গ্রীং হীং মন্ত্র জপ রুন। প্রতিদিন এই মন্ত্র জপ করলে সমস্ত সমস্যার সমাধান হবে।
advertisement
মিথুন ও কর্কট রাশি (Gemini And Cancer Zodiac) গণেশের পাশাপাশি লক্ষ্মীর আরাধনা করতে ভুলবেন না মিথুন রাশির জাতকরা। পুজোয় শ্রী গণেশায় নমঃ বা ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করবেন। এর ফলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। আবার কর্কট রাশির জাতকদের গণেশের বক্রতুণ্ড রূপের পুজো করা উচিত। তার পর আপনারা ওম বক্রতুণ্ডায় হুং নমঃ মন্ত্র জপ করবেন। প্রতিদিন এই মন্ত্র জপ করলে লাভ হবে।
advertisement
সিংহ ও কন্যা রাশি (Leo And Virgo Zodiac) এই রাশির জাতকদের ওম সুমঙ্গলায়ে নমঃ মন্ত্র জপ করা উচিত। প্রতিদিন এক মালা করে এই মন্ত্র জপ করলে ভক্তের জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর করেন গণেশ। জ্যোতিষ মতে কন্যা রাশির জাতকদের এক সঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো করা উচিত। এই রাশির জাতকদের ওম চিন্তামণ্যে নমঃ মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করলে কন্যা রাশির জাতকরা সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন।
advertisement
তুলা ও বৃশ্চিক রাশি (Libra And Scorpio Zodiac) জ্যোতিষ মতে তুলা জাতকদের গণেশের বক্রচুণ্ড রূপের পুজো করা উচিত। সেই সঙ্গে ওম বক্রতুণ্ডায় নমঃ মন্ত্র জপ করবেন। গণেশ চতুর্থী ছাড়াও প্রতিদিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয়। অন্য দিকে বৃশ্চিক রাশির জাতকরা প্রতিদিন ওম নমো ভগবতে গজাননায় মন্ত্র জপ করুন। এর ফলে জাতকের সমস্ত সমস্যা দূর হবে।
advertisement
ধনু ও মকর রাশি (Sagittarius And Capricorn Zodiac) এই রাশির জাতকরা প্রতিদিন ওম গং গণপতয়ে মন্ত্র জপ করুন। গণেশকে লাড্ডুর ভোগ অর্পণ করুন। এর প্রভাবে ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয় ও তাঁদের মনস্কামনা পূরণ হয়। অন্য দিকে গণেশের বিনায়ক রূপের পুজো করার পরামর্শ দেওয়া হয় মকর রাশির জাতকদের। পুজোর সময় আপনারা ওম গং নমঃ মন্ত্র জপ করবেন। এর প্রভাবে সমস্ত সংকট দূর হবে।