Durga Mantra: দেবী দুর্গার এই তিন মন্ত্র পাঠ করলেই সব বাধা কাটবে! সুখ, উন্নতি, টাকায় ভরবে জীবন!

Last Updated:
Durga Mantra: দেবী দুর্গার কৃপায় দূর হবে জীবনের সব সমস্যা! বিশিষ্ট পুরোহিত জানাচ্ছেন মা দুর্গার বিশেষ তিন মন্ত্র! সব পাবেন! জানুন কী করতে হবে
1/5
দেবী দুর্গা। যার দর্শন মাত্র নাশ হয় দুর্গতি। যার আগমনে শেষ হয় কালো শক্তির ছায়া দেবী দুর্গা বয়ে আনেন সৌভাগ্য, সুস্থতা, খুশি।
দেবী দুর্গা। যার দর্শন মাত্র নাশ হয় দুর্গতি। যার আগমনে শেষ হয় কালো শক্তির ছায়া দেবী দুর্গা বয়ে আনেন সৌভাগ্য, সুস্থতা, খুশি।
advertisement
2/5
দেবী দুর্গার এমন কয়েকটি মন্ত্র রয়েছে, যেগুলি আপনার বিভিন্ন সমস্যায় কাজে আসবে। সমস্যা নির্মূল হবে গোঁড়া থেকে। শুধু ভক্তি ভরে, শুদ্ধ চিত্তে দেবীর কাছে আরাধনা করতে হবে। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।
দেবী দুর্গার এমন কয়েকটি মন্ত্র রয়েছে, যেগুলি আপনার বিভিন্ন সমস্যায় কাজে আসবে। সমস্যা নির্মূল হবে গোঁড়া থেকে। শুধু ভক্তি ভরে, শুদ্ধ চিত্তে দেবীর কাছে আরাধনা করতে হবে। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
ওম জয়ন্তী মঙ্গলা কালী ভাদ্র কালী কপালিনীদুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে।।ধীমানবাবু জানিয়েছেন, যদি জীবনে একাধিক সমস্যা থাকে, তাহলে এই মন্ত্রটি পাঠ করলে পাওয়া যায় উপকার। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে।
ওম জয়ন্তী মঙ্গলা কালী ভাদ্র কালী কপালিনীদুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে।।ধীমানবাবু জানিয়েছেন, যদি জীবনে একাধিক সমস্যা থাকে, তাহলে এই মন্ত্রটি পাঠ করলে পাওয়া যায় উপকার। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে।
advertisement
4/5
দেবী দুর্গার অপর আরেকটি মন্ত্র জানিয়েছেন এই পুরোহিত। তিনি বলছেন, প্রতি শুক্রবার দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। লবঙ্গ এবং কর্পূর সহযোগে করতে হবে আরতি। তারপর এই মন্ত্র ১০৮ বার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আসবে আর্থিক সুখ। মন্ত্রটি হল -দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখমরূপম দেহি, জয়ং দেহি, যশো দেবি দ্বিষো জহি।।
দেবী দুর্গার অপর আরেকটি মন্ত্র জানিয়েছেন এই পুরোহিত। তিনি বলছেন, প্রতি শুক্রবার দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। লবঙ্গ এবং কর্পূর সহযোগে করতে হবে আরতি। তারপর এই মন্ত্র ১০৮ বার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আসবে আর্থিক সুখ। মন্ত্রটি হল -দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখমরূপম দেহি, জয়ং দেহি, যশো দেবি দ্বিষো জহি।।
advertisement
5/5
সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকেশরণ্যে ত্রয়মবকে গৌরী নারায়নী নমোহস্তু তে।।সৃষ্টি-স্থিতি বিনাশানং সর্বভূতে সনাতনী গুনাশ্রয়ে গুণময়ে নারায়নী নমোহস্তু তে।।শরনাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণেসর্বস্যার্তি হরে দেবী নারায়নী নমোহস্তু তে।।ধীমান বাবু বলছেন, এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয়। মোক্ষ লাভ হয়। যে কোনও কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্র পাঠ করলে, তার আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত কাজে আসে সাফল্য।
সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকেশরণ্যে ত্রয়মবকে গৌরী নারায়নী নমোহস্তু তে।।সৃষ্টি-স্থিতি বিনাশানং সর্বভূতে সনাতনী গুনাশ্রয়ে গুণময়ে নারায়নী নমোহস্তু তে।।শরনাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণেসর্বস্যার্তি হরে দেবী নারায়নী নমোহস্তু তে।।ধীমান বাবু বলছেন, এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয়। মোক্ষ লাভ হয়। যে কোনও কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্র পাঠ করলে, তার আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত কাজে আসে সাফল্য।
advertisement
advertisement
advertisement