Kali Puja 2025: মাজী পরিবারের কুলো মা ডাকিনী মনসার পুজো ঘিরে গ্রামে উৎসবের আমেজ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Kali Puja 2025: পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল থানার অন্তর্গত মনসুকা অঞ্চলের বাঘানালা গ্রামের মাজী পরিবারের কুলো মা 'ডাকিনী মনসা'র পুজো। নিয়মনীতি মেনে সারারাত ব্যাপী চলল পুজো।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল থানার অন্তর্গত মনসুকা অঞ্চলের বাঘানালা গ্রামের মাজী পরিবারের কুলো মা ‘ডাকিনী মনসা’র পুজো। নিয়মনীতি মেনে সারারাতব্যাপী চলল পুজো। এবছর সত্তরতম বর্ষে পদার্পণ করল এই পুজো। প্রতি বছরের মত এবছরও আশ্বিনের সংক্রান্তির আগের দিন শুক্রবার, ১৭ অক্টোবর সারারাতব্যাপী সাড়ম্বরে পূজিতা হলেন মাজী পরিবারের কুলো মা “ডাকিনী মনসা “।
পুজোর প্রাচীন ইতিহাস জানা না গেলেও পরিবার সূত্রে জানা যায়, কুলো গুরু বাদল দন্ডির নির্দেশ অনুসারে নতুন করে পুজো শুরু হয় বাংলার তেরোশো বাষট্টি বঙ্গাব্দে। তবে কথিত আছে অনেক আগে থেকেই মা কে অনুভব করতে পেরেছিলেন, অনেকের সঙ্গেই ঘটত নানান অলৌকিক কাহিনী। শোনা কথা কেউ কেউ রাতে প্রত্যক্ষ করতে পেরেছিলেন মা এর কন্যা রূপ। তখন ছিল একান্নবর্তী পরিবার। জোত্যিষবিদ্ সন্তোষ জানা আসতেন বাড়ির মেজোকর্তা তুষ্টরাম মাজী কে জোত্যিষবিদ্যা শেখাতে ও চর্চা করতে। সঙ্গে যোগ দিতেন সনাতনী ধার্মিক নানান বিশিষ্টরা এছাড়াও আসতেন বিখ্যাত বীরসিংহের বিখ্যাত কবিরাজ ক্ষুদিরাম পাঠকও।চলত জোত্যিষচর্চা, হরিনাম সংকীর্তন ও ধর্ম আলোচনা।
advertisement
advertisement
এককথায় মাজী পরিবারে বরাবরই ধর্ম আলোচনার আসর বসত। সেই আসরেই কুলো গুরু তুষ্টরাম মাজী কে নির্দেশ দেন বাড়ির সবাই মিলেই মা এর পুজো শুরু করার। তিনি জানতে পারেন অনেক কাল আগে থেকেই মা ওখানে পুজো নেওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই থেকেই শুরু কুলো মা এর পুজো। আসতে আসতে ছড়িয়ে পরে মা এর মহিমা এখন পারিবারিক পুজো হলেও ছুটে আসেন পুরো গ্রাম ও আশেপাশের মানুষেরা এবং তাদের মত মানসিক পূর্ণ হয় তাদের। রোগব্যাধি সহ যাবতীয় সমস্যা সমাধানের সূত্র তারা পেয়েছেন তাই তারা ছুটে আসেন।
advertisement
আজ আর নেই পূর্বের বিশিষ্টরা। নেই বাড়ির মেজোকর্তা তুষ্টরাম মাজী। তবে মা এর পুজো চলছে স্বমহিমায়। বছরের অন্যান্য সময় সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পুজোর মাহেন্দ্রক্ষনে মিলিত হয় পরিবারের সকল সদস্য সদস্যারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: মাজী পরিবারের কুলো মা ডাকিনী মনসার পুজো ঘিরে গ্রামে উৎসবের আমেজ