রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠেন? ঘুম আসে না আর? রান্নাঘরের 'এই' মশলাতেই সমাধান! জানুন
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Cardamom Astrology Tips: রাতে দুঃস্বপ্ন দেখলে এবং ঘুমের ব্যাঘাত ঘটলে এলাচের প্রতিকারে আরাম পাবেন! জেনে নিন আরও ২টি অলৌকিক উপকারিতা। কী ভাবে কাজে লাগাবেন এলাচ?
advertisement
advertisement
advertisement
দেওঘরের একজন বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল লোকাল 18-কে বলেন যে এলাচ প্রায়শই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়, তবে সবুজ এলাচ জ্যোতিষশাস্ত্রে খুব কার্যকরী বলে বিবেচিত হয়। এলাচ সংক্রান্ত কিছু প্রতিকার করলে জীবনে অনেক পরিবর্তন আসে। ঘর থেকে নেতিবাচকতা চলে যায় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
advertisement
advertisement
advertisement
অনেক যুবক-যুবতীর বিয়ে ঠিক হয় না। কোনও না কোনও কারণে সম্পর্ক বারবার ভেঙে যায়, তাই এই ধরনের সমস্যা থাকলে বৃহস্পতিবার মন্দিরে গিয়ে হলুদ জামাকাপড় পড়ে, নৈবেদ্যে সবুজ এলাচ দিয়ে ভগবানকে নিবেদন করা উচিত। নিজেও খান। কোনো গরীব বা অসহায় ব্যক্তিকে প্রসাদের সঙ্গে এলাচও দান করুন। ইচ্ছা শীঘ্রই পূরণ হবে।
advertisement