Bhoot Chaturdshi Date & Timing 2024: এ বছর ভূত চতুর্দশী কবে পড়েছে? কত ক্ষণ থাকবে এই তিথি? কবে খাবেন ১৪ শাক ও জ্বালাবেন ১৪ বাতি? জানুন

Last Updated:
Bhut Chaturdshi Date & Timing 2024: তিথি অনুযায়ী কালীপুজোর আগের দিন বা কোনও কোনও বছর কালীপুজোর দিনই পালিত হয় ভূত চতুর্দশী।
1/6
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী।
advertisement
2/6
তিথি অনুযায়ী কালীপুজোর আগের দিন বা কোনও কোনও বছর কালীপুজোর দিনই পালিত হয় ভূত চতুর্দশী।
তিথি অনুযায়ী কালীপুজোর আগের দিন বা কোনও কোনও বছর কালীপুজোর দিনই পালিত হয় ভূত চতুর্দশী।
advertisement
3/6
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে।
advertisement
4/6
ভূত চতুর্দশী তিথি থাকবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ পর্যন্ত। তার পরই শুরু হবে অমাবস্যা। যে তিথিতে কালীপুজো হবে।
ভূত চতুর্দশী তিথি থাকবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ পর্যন্ত। তার পরই শুরু হবে অমাবস্যা। যে তিথিতে কালীপুজো হবে।
advertisement
5/6
উদয় তিথি অনুযায়ী ভূত চতুর্দশী তিথি পালিত হবে ৩১ অক্টোবর অর্থা‍‍‍ৎ কালীপুজোর দিন৷
উদয় তিথি অনুযায়ী ভূত চতুর্দশী তিথি পালিত হবে ৩১ অক্টোবর অর্থা‍‍‍ৎ কালীপুজোর দিন৷
advertisement
6/6
ভূত চতুর্দশীতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷ এই রীতি তিথির স্থায়িত্বের মধ্যে পালন করলেই হবে৷
ভূত চতুর্দশীতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷ এই রীতি তিথির স্থায়িত্বের মধ্যে পালন করলেই হবে৷
advertisement
advertisement
advertisement