Mahashivratri 2024: মহাশিবরাত্রিতে এই মন্দিরে ভিড় করেন বহু পুণ্যার্থী, মন্দিরের ইতিহাস পরতে পরতে অভিনব

Last Updated:
Mahashivratri 2024: ৪৫ ফুটের মন্দির, দিকে দিকে দেব দেবীর মূর্তি, পশ্চিমমুখী উপাসনা কক্ষ কিসের বার্তা দিচ্ছে?
1/6
প্রতিবছর লাখ লাখ ভক্তের সমাগম হয় এক্তেশ্বর শিব মন্দিরে। কিন্তু জানেন কি মন্দিরের লুকোনো ইতিহাস
প্রতিবছর লাখ লাখ ভক্তের সমাগম হয় এক্তেশ্বর শিব মন্দিরে। কিন্তু জানেন কি মন্দিরের লুকোনো ইতিহাস
advertisement
2/6
জৈন আদলে তৈরি ৪৫ ফুটের বিশাল এক্তেশ্বরের শিব মন্দির।
জৈন আদলে তৈরি ৪৫ ফুটের বিশাল এক্তেশ্বরের শিব মন্দির।
advertisement
3/6
মন্দিরের সঙ্গে মিল রয়েছে জৈন উপাসনা কক্ষের? জৈন আদলেই নাকি তৈরি এই মন্দির, বিশ্বাস ঐতিহাসিকদের।
মন্দিরের সঙ্গে মিল রয়েছে জৈন উপাসনা কক্ষের? জৈন আদলেই নাকি তৈরি এই মন্দির, বিশ্বাস ঐতিহাসিকদের।
advertisement
4/6
ইতিহাস অনুরাগী সুকুমার বন্দোপাধ্যায় জানান,
ইতিহাস অনুরাগী সুকুমার বন্দোপাধ্যায় জানান,
advertisement
5/6
বদ্ধ ধারণা এটাই যে এক সময় জৈন মন্দির বা “দেউল” ছিল এই দিকে দিকে বিখ্যাত, মহা জাগ্রত এক্তেশ্বরের শিব মন্দির।
বদ্ধ ধারণা এটাই যে এক সময় জৈন মন্দির বা “দেউল” ছিল এই দিকে দিকে বিখ্যাত, মহা জাগ্রত এক্তেশ্বরের শিব মন্দির।
advertisement
6/6
অনুমান এবং পর্যবেক্ষণের উপর ভর করে দাঁড়িয়ে আছে ইতিহাস। তাই এই বিষয়ে সম্পূর্ণভাবে সত্যতা যাচাই করা অসম্ভব।
অনুমান এবং পর্যবেক্ষণের উপর ভর করে দাঁড়িয়ে আছে ইতিহাস। তাই এই বিষয়ে সম্পূর্ণভাবে সত্যতা যাচাই করা অসম্ভব।
advertisement
advertisement
advertisement