আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখে মোট পাঁচটি গ্রহ - বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস ৫০ ডিগ্রির একটি ছোট ক্ষেত্রে একত্রিত হতে চলেছে। ফলে সৌরজগতের এই পাঁচটি গ্রহকে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিগন্ত থেকে বুধ -১.৩ মাত্রায়, বৃহস্পতি -২.১ মাত্রায় পরিলক্ষিত হবে।
কী ভাবে দেখা যাবে গ্রহের এই মেলা? এডুকেশনাল অ্যাস্ট্রোনমি অ্যাপ স্টার ওয়াক অনুসারে, দিগন্তের সামান্য উপরেই মেষ রাশির সঙ্গে সঙ্গে -৪.০ মাত্রায় শুক্র গ্রহকে দেখা যাবে। তবে ইউরেনাসকে যদিও অতটা সহজে দেখা যাবে না। দিগন্ত থেকে ৫.৮ মাত্রায় এক ঝলক এই গ্রহের দেখা মিলতে পারে। ফলে এই ঘটনাকে খুব বিরল বলেই বিবেচনা করা হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উদগ্রীব গোটা বিশ্বই। এর জন্য বহু জ্যোতির্বিজ্ঞানপ্রেমীই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথাও ঘোষণা করেছেন। যাতে এই ঘটনার সরাসরি সম্প্রচার সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে।
সরাসরি সম্প্রচার করবে নাসা: বিরল এই ঘটনার উপর নজর রাখছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা-ও। নাসা-র এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার সরাসরি সম্প্রচার করা হবে। যাতে মহাকাশের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়তে পারে, তার জন্যই নাসা-র এই উদ্যোগ। ওই মার্কিন মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে যে, আসলে এই ৫টি গ্রহ কিন্তু এক সরল রেখায় থাকবে না। অথচ এদের কাছাকাছি আসার বিষয়টাই অতি দুর্লভ। কারণ এর আগে ৩টি অথবা ৪টি গ্রহকে এমন ভাবে একসঙ্গে দেখা গিয়েছে। নাসা-র মতে, যাঁরা আগামী ২৮ মার্চ এই বিরল দৃশ্যটির সাক্ষী থাকতে পারবেন না, তাঁরা টেলিস্কোপ ব্যবহার করে পরে এটি দেখে নিতে পারবেন। তবে এর জন্য কিন্তু বিশেষজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন রয়েছে।