Shanidev Remedy: প্রতি পদে বাধা? হওয়া কাজ হচ্ছে না? শনিদেবের বিষ নজরে নেই তো? এইভাবে পুজো করুন শনিদেবকে! কাটবে সব সমস্যা
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Shanidev remedy: কাজে বাধা পড়ছে বা প্রতিটি বিষয়ে কোনো না কোনো প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? এমন পরিস্থিতিতে শনি দেবকে এইভাবে পূজা করুন!
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষজ্ঞ হিতেন্দ্র কুমার বলেছেন, শনি নাম শুনলেই অনেকেই ভয়ে কাঁপেন, কিন্তু মনে রাখতে হবে শনি শুধুমাত্র কর্মফলের বিচারক। তিনি খারাপ কাজের ফল দেন। যদি হঠাৎ আপনার কাজ বিপর্যস্ত হয় বা কোনও কারণে মানসিক চাপ বেড়ে যায়, তাহলে এটি হতে পারে আপনি শনি দেবের দৃষ্টিতে পড়েছেন। চলুন জানি, শনি দেবের ক্রোধের লক্ষণ কী কী এবং তাঁকে শান্ত করার সহজ ও কার্যকরী উপায় কীভাবে পালন করা যায়।
advertisement
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন শনি আপনার জ্যোতিষচক্রে দুর্বল অবস্থায় থাকে, দুষ্ট গ্রহের প্রভাব থাকে বা শনি কাল (এলুনাটি শনি) চলছে, তখন মানুষকে মানসিক, আর্থিক ও শারীরিক কষ্ট ভোগ করতে হয়। সাধারণ ভাষায় এটিকে বলা হয় শনি দেবের খারাপ দৃষ্টি। জ্যোতিষীদের মতে, শনি দেবের দুষ্ট প্রভাবের প্রধান লক্ষণগুলো হলো: অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি। ব্যবসায় হঠাৎ ক্ষতি দেখা দেওয়া। ঋণের জালে আটকে যাওয়া। কঠোর পরিশ্রমের পরেও কাজ শেষ না হওয়া। বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া। কীড়ের বা বিশেষ করে পায়ের ব্যথা। হঠাৎ হাড় সম্পর্কিত অসুস্থতা দেখা দেওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে মনে করা হয় যে শনি দেবের দুষ্ট প্রভাব আপনার ওপর পড়েছে।
advertisement
advertisement
advertisement








