Astro Tips: শনি মহারাজকে প্রসন্ন করতে শনিবার করুন এই কটি কাজ, ছুঁতে পারবে না বিপদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: শনিবারের উপবাস, হনুমানজীর পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভকাজ করুন৷
হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেবকে নিষ্ঠুর দেবতা বলা হয়৷ এই গ্রহকে শান্ত রাখতে বা জীবনকে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত রাখতে কিছু আচরণবিধি পালন করা কর্তব্য৷ শনিবার শনি পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য যে কয়েকটি কাজ শনিদেব পছন্দ করেন তা করা উচিত৷ এতে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবং শনিদেব প্রসন্ন হন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শনি মন্ত্র শনি দেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে, যেগুলির মধ্যে শনি দেবের জন্য মন্ত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্ত্রগুলি জপ করলে জীবনের ঝামেলা শেষ হয়। পাশাপাশি চাকরি ও ব্যবসায় আসা সংকটও কেটে যায়। আসুন জেনে নিই শনি মহারাজকে অর্চনা করার বিশেষ মন্ত্র সম্পর্কে। ওঁ শনিশ্চরায় নমঃ শনিদেব মহারাজের বৈদিক মন্ত্র ওঁ শন্নো দেবীভিষ্টডআপো ভবন্তুপীতয়ে
advertisement
রাশিচক্রে শনির অবস্থা ঠিক করতে কিছু পদক্ষেপ নিন শনি মহারাজের শান্তির জন্য প্রতিকার করা উচিত। শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় রয়েছে। এর মধ্যে শনিবারের উপবাস, হনুমানজীর পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভকাজ করুন৷
advertisement
advertisement