Jupiter Transit: বৃহস্পতির অবস্থান বিপরীতমুখী, তুমুল অর্থের যোগ আছে চার রাশির জাতক জাতিকার

Last Updated:
Astro Tips: এই মাসের শেষে মালামাল হওয়ার সুবর্ণ সুযোগ একাধিক রাশির জাতক-জাতিকাদের জন্য৷
1/6
#কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ি মানুষের জীবনে গ্রহের প্রভাব অপরিসীম৷   প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং অনেক সময় পিছিয়ে গিয়ে বিপরীতমুখী গতিতে চলে। এই ঘটনার প্রত্যক্ষ প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলে।  এই মুহূর্তে জায়গা পরিবর্তন করছেন বৃহস্পতি। আগামী ২৯ জুলাই  মীন রাশিতে পিছিয়ে যাচ্ছে বৃহস্পতি। Photo- Representative 
#কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ি মানুষের জীবনে গ্রহের প্রভাব অপরিসীম৷   প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং অনেক সময় পিছিয়ে গিয়ে বিপরীতমুখী গতিতে চলে। এই ঘটনার প্রত্যক্ষ প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলে।  এই মুহূর্তে জায়গা পরিবর্তন করছেন বৃহস্পতি। আগামী ২৯ জুলাই  মীন রাশিতে পিছিয়ে যাচ্ছে বৃহস্পতি। Photo- Representative 
advertisement
2/6
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি, বৃহস্পতিকে জ্ঞান, বৃদ্ধি, শিক্ষক, সন্তান, শিক্ষা, সম্পদ, দান এবং পুণ্যের গ্রহ হিসেবে দেখানো হয়। বিপরীতমুখী বৃহস্পতির প্রভাব দেখা যেতে চলেছে একাধিক রাশিতে৷ তবে বৃহস্পতির বিপরীতমুখী প্রভাবের মধ্যেও কয়েকটি রাশিতে রোজগারের ক্ষেত্রে বাম্পার উন্নতির সম্ভবনা রয়েছে। Photo- Representative 
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি, বৃহস্পতিকে জ্ঞান, বৃদ্ধি, শিক্ষক, সন্তান, শিক্ষা, সম্পদ, দান এবং পুণ্যের গ্রহ হিসেবে দেখানো হয়। বিপরীতমুখী বৃহস্পতির প্রভাব দেখা যেতে চলেছে একাধিক রাশিতে৷ তবে বৃহস্পতির বিপরীতমুখী প্রভাবের মধ্যেও কয়েকটি রাশিতে রোজগারের ক্ষেত্রে বাম্পার উন্নতির সম্ভবনা রয়েছে। Photo- Representative 
advertisement
3/6
বৃষ রাশি বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে জন্মছকের একাদশ ঘরে ফিরে যাচ্ছে। যাকে বলা হয় রোজগার বা আয় এবং লাভের ঘর।  ফলে এই সময় এই রাশির জাতক জাতিকারা জীবনে এক ধাক্কায় উপার্জন বৃদ্ধির অসাধারণ সুযোগ  পেতে পারেন। পুরনো কাজের পাশাপাশি নতুন উপায়ের মাধ্যমে রোজগারও শুরু হবে। এই সময়ে ব্যবসায় বিনিয়োগও বড় লাভদায়ক  হতে চলেছে। তারই সঙ্গে কোনও ব্যবসায়িক চুক্তিও উপকারি প্রমাণিত হতে পারে। শেয়ার বাজার থেকে বিনিয়োগ করলে রিটার্ন মিলবে প্রচুর৷  এই সময় আরও বেশি বৃহস্পতির প্রভাবকে কাজে লাগানোর জন্য হলুদ পোখরাজ ধারণ করতে পারেন৷ এমনটাই পরামর্শ দিচ্ছন পেশাদার জ্যোতিষরা৷ Photo- Representative 
বৃষ রাশি বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে জন্মছকের একাদশ ঘরে ফিরে যাচ্ছে। যাকে বলা হয় রোজগার বা আয় এবং লাভের ঘর।  ফলে এই সময় এই রাশির জাতক জাতিকারা জীবনে এক ধাক্কায় উপার্জন বৃদ্ধির অসাধারণ সুযোগ  পেতে পারেন। পুরনো কাজের পাশাপাশি নতুন উপায়ের মাধ্যমে রোজগারও শুরু হবে। এই সময়ে ব্যবসায় বিনিয়োগও বড় লাভদায়ক  হতে চলেছে। তারই সঙ্গে কোনও ব্যবসায়িক চুক্তিও উপকারি প্রমাণিত হতে পারে। শেয়ার বাজার থেকে বিনিয়োগ করলে রিটার্ন মিলবে প্রচুর৷  এই সময় আরও বেশি বৃহস্পতির প্রভাবকে কাজে লাগানোর জন্য হলুদ পোখরাজ ধারণ করতে পারেন৷ এমনটাই পরামর্শ দিচ্ছন পেশাদার জ্যোতিষরা৷ Photo- Representative 
advertisement
4/6
মিথুন রাশি  বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক রদবদল হবে। বৃহস্পতি এই রশির জন্মছকের দশম ঘরে বিপরীতমুখী অবস্থানে বসতে চলেছে। এর ফলে চাকরি, ব্যবসা ও কর্মস্থলের ঘরে তার প্রভাব পড়বে৷ নতুন চাকরির সুযোগ আসতে পারে। পুরনো চাকরিতেও মাইনে বাড়তে পারে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশনও হতে পারে। যাঁদের  ব্যবসা রয়েছে তাঁদের টার্নওভার বাড়বে৷   অন্যদিকে, মিথুনের অধিপতি গ্রহ হলেন গ্রহদের রাজকুমার বুধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ এবং বৃহস্পতি এই দুই গ্রহের মধ্যে মৈত্রী সম্পর্ক রয়েছে। অতএব, এই সময়টি এই রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে।  মিথুন রাশির জাতক জাতিকারা পান্না বা গোমেদ পরলে কপালে পরিবর্তন হবে৷ Photo- Representative 
মিথুন রাশি বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক রদবদল হবে। বৃহস্পতি এই রশির জন্মছকের দশম ঘরে বিপরীতমুখী অবস্থানে বসতে চলেছে। এর ফলে চাকরি, ব্যবসা ও কর্মস্থলের ঘরে তার প্রভাব পড়বে৷ নতুন চাকরির সুযোগ আসতে পারে। পুরনো চাকরিতেও মাইনে বাড়তে পারে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশনও হতে পারে। যাঁদের  ব্যবসা রয়েছে তাঁদের টার্নওভার বাড়বে৷   অন্যদিকে, মিথুনের অধিপতি গ্রহ হলেন গ্রহদের রাজকুমার বুধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ এবং বৃহস্পতি এই দুই গ্রহের মধ্যে মৈত্রী সম্পর্ক রয়েছে। অতএব, এই সময়টি এই রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে।  মিথুন রাশির জাতক জাতিকারা পান্না বা গোমেদ পরলে কপালে পরিবর্তন হবে৷ Photo- Representative 
advertisement
5/6
কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী অবস্থান হলেও লাভবান হবেন জাতক-জাতিকারা৷ কারণ বৃহস্পতি কর্কট রাশির জন্মছকের নবম স্থানে অবস্থিত হতে চলেছে, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সৌভাগ্যের স্থান।  বৃহস্পতির প্রভাবে অনেকদিনের আটকে থাকা কাজ শেষ হবে। যাদের ব্যবসা খাবার, হোটেল, রেস্তোরাঁর  তাঁদের উন্নতি শিখরে পৌঁছবে৷ কর্কট রাশির অধিপতি হল চন্দ্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র এবং বৃহস্পতি মিত্র গ্রহ। ফলে এই রাশি এই দুই গ্রহের সুফল পাবে৷ Photo- Representative 
কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী অবস্থান হলেও লাভবান হবেন জাতক-জাতিকারা৷ কারণ বৃহস্পতি কর্কট রাশির জন্মছকের নবম স্থানে অবস্থিত হতে চলেছে, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সৌভাগ্যের স্থান।  বৃহস্পতির প্রভাবে অনেকদিনের আটকে থাকা কাজ শেষ হবে। যাদের ব্যবসা খাবার, হোটেল, রেস্তোরাঁর  তাঁদের উন্নতি শিখরে পৌঁছবে৷ কর্কট রাশির অধিপতি হল চন্দ্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র এবং বৃহস্পতি মিত্র গ্রহ। ফলে এই রাশি এই দুই গ্রহের সুফল পাবে৷ Photo- Representative 
advertisement
6/6
কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই বিপরীতমুখী অবস্থান খুবই ভালো ফল দিতে চলেছে। এই রাশির জন্মছকে বৃহস্পতি উন্নতির দশম ঘরে অবস্থিত হবেন, এই রাশিতে টাকা পয়সার জোয়ার দেখা যাবে৷ উন্নতির সম্ভবনাও প্রচুর৷  নতুন ও বড় চাকরির অফার আসতে পারে৷ শুধু তাই নয়, এই সময় এই রাশির জাতক- জাতিকাদের জন্য ব্যবসা করাও লাভদায়ক হতে পারে৷ একাধিক ব্যবসা থেকে প্রচুর টার্নওভার হতে পারে৷ Photo- Representative (Disclaimer: এই প্রতিবেদনের কোনও তথ্যের পুষ্টি News 18 Bangla করে না৷ প্রচলিত জ্যোতিষদের মতের ভিত্তিতে এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )
কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই বিপরীতমুখী অবস্থান খুবই ভালো ফল দিতে চলেছে। এই রাশির জন্মছকে বৃহস্পতি উন্নতির দশম ঘরে অবস্থিত হবেন, এই রাশিতে টাকা পয়সার জোয়ার দেখা যাবে৷ উন্নতির সম্ভবনাও প্রচুর৷  নতুন ও বড় চাকরির অফার আসতে পারে৷ শুধু তাই নয়, এই সময় এই রাশির জাতক- জাতিকাদের জন্য ব্যবসা করাও লাভদায়ক হতে পারে৷ একাধিক ব্যবসা থেকে প্রচুর টার্নওভার হতে পারে৷ Photo- Representative (Disclaimer: এই প্রতিবেদনের কোনও তথ্যের পুষ্টি News 18 Bangla করে না৷ প্রচলিত জ্যোতিষদের মতের ভিত্তিতে এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )
advertisement
advertisement
advertisement