Ashok Sashthi 2025 Date & Rituals: রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সন্তানের মঙ্গলকামনায় ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার! জানুন

Last Updated:
Ashok Sashthi 2025 Date & Rituals: বৃহস্পতিবার চৈত্র নবরাত্রিতে বা বাসন্তীপুজোর ষষ্ঠীতে রাত ৯.৪১ পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি৷ অর্থাৎ অশোক ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য লম্বা সময় পাবেন ব্রতীরা৷
1/6
বৃহস্পতিবার পালিত হবে এ বছরের অশোক ষষ্ঠী৷ প্রতি বছর তিথি নক্ষত্র অনুসারে চৈত্র বা বৈশাখ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ সংসার ও সন্তানের মঙ্গলকামনায় মা ষষ্ঠীর থানে পুজো নিবেদন করেন গৃহিণীরা৷
বৃহস্পতিবার পালিত হবে এ বছরের অশোক ষষ্ঠী৷ প্রতি বছর তিথি নক্ষত্র অনুসারে চৈত্র বা বৈশাখ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ সংসার ও সন্তানের মঙ্গলকামনায় মা ষষ্ঠীর থানে পুজো নিবেদন করেন গৃহিণীরা৷
advertisement
2/6
বৃহস্পতিবার চৈত্র নবরাত্রিতে বা বাসন্তীপুজোর ষষ্ঠীতে রাত ৯.৪১ পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি৷ অর্থাৎ অশোক ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য লম্বা সময় পাবেন ব্রতীরা৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
বৃহস্পতিবার চৈত্র নবরাত্রিতে বা বাসন্তীপুজোর ষষ্ঠীতে রাত ৯.৪১ পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি৷ অর্থাৎ অশোক ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য লম্বা সময় পাবেন ব্রতীরা৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/6
ব্রতীরা ব্রতপালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন৷ এর পর ব্রতের দিন বা অশোক ষষ্ঠী তিথিতে সাত্বিক আহার গ্রহণ করুন৷ সেদিন অন্ন গ্রহণ করবেন না৷ কোনও সেঁকা বা পোড়া খাবারও খাবেন না৷
ব্রতীরা ব্রতপালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন৷ এর পর ব্রতের দিন বা অশোক ষষ্ঠী তিথিতে সাত্বিক আহার গ্রহণ করুন৷ সেদিন অন্ন গ্রহণ করবেন না৷ কোনও সেঁকা বা পোড়া খাবারও খাবেন না৷
advertisement
4/6
অশোক ষষ্ঠীর পুজো হয়ে গেলে সাবুমাখা, সাবুর খিচুড়ি, দুধ ফলমূল, সুজি, ফলারের মতো খাবার খেতে পারেন৷
অশোক ষষ্ঠীর পুজো হয়ে গেলে সাবুমাখা, সাবুর খিচুড়ি, দুধ ফলমূল, সুজি, ফলারের মতো খাবার খেতে পারেন৷
advertisement
5/6
মুগকলাই, দই, অশোকফুলের ৬ টি কুঁড়ি, কাঁঠালিকলা অশোকষষ্ঠী পুজোর মূল উপকরণ। বাড়িতে বা মন্দিরে দু’ জায়গাতেই করা যায় এই পুজো।
মুগকলাই, দই, অশোকফুলের ৬ টি কুঁড়ি, কাঁঠালিকলা অশোকষষ্ঠী পুজোর মূল উপকরণ। বাড়িতে বা মন্দিরে দু’ জায়গাতেই করা যায় এই পুজো।
advertisement
6/6
পুজো সমাপনে ৬ টি মুগকলাই, দই, কাঁঠালি কলা, অশোকফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয়। তবে এই ফলার গলাধঃকরণ করে খেতে হয় সরাসরি। দাঁতে কাটতে নেই। এটা খেয়েই উপবাস ব্রত ভঙ্গ করতে হয়।
পুজো সমাপনে ৬ টি মুগকলাই, দই, কাঁঠালি কলা, অশোকফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয়। তবে এই ফলার গলাধঃকরণ করে খেতে হয় সরাসরি। দাঁতে কাটতে নেই। এটা খেয়েই উপবাস ব্রত ভঙ্গ করতে হয়।
advertisement
advertisement
advertisement