জগদ্ধাত্রী পুজোর আগেই ধন-ধামাকা! বুধ-মঙ্গলের জোড়া যোগে তিন রাশির জীবনে সোনালি সময়!

Last Updated:
৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। দেবীর আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহে ভাসছে চারদিক। কিন্তু শুধু পূজার আনন্দ নয় — জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় কিছু রাশির জীবনে ঘটতে চলেছে বিশেষ এক পরিবর্তন!
1/6
৯ সেপ্টেম্বর ২০২৫ এ মঙ্গল দোষ দূর করার জন্য একটি আদর্শ দিন। এইদিনে মঙ্গল দোষ কাটাতে একটি টোটকা করা যেতে পারে। এইদিনে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দেওয়া যেতে পারে। বিভিন্ন কাজে বাধা কাটাতে হনুমান চালিসা পাঠ করাও খুব শুভ হতে পারে।
৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। দেবীর আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহে ভাসছে চারদিক। কিন্তু শুধু পূজার আনন্দ নয় — জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় কিছু রাশির জীবনে ঘটতে চলেছে বিশেষ এক পরিবর্তন!
advertisement
2/6
তুলা রাশির জাতক জাতিকারা সম্ভবত এমন একজন নতুন মানুষের সঙ্গে দেখা করতে পারেন যার উদ্দেশ্য তাঁদের সম্পর্কের লক্ষ্যের সঙ্গে মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সহজেই অন্যদের মোহিত করবেন এবং এই দিন একটি নতুন প্রেমের সূচনা হতে পারে। ধনু রাশির জাতক জাতিকারা পছন্দদের মানুষদের আকর্ষণ করবেন। অন্য দিকে, তাঁরা মুক্ত মেজাজে সামাজিক মেলামেশা উপভোগ করবেন। মকর রাশির জাতক জাতিকারা কফিডেটের মাধ্যমে একজন সঙ্গীর দেখা পাবেন। প্রথম প্রথম দ্বিধাগ্রস্ত মনে হলেও বন্ধুদের পরামর্শ তাঁদের হৃদয় উন্মুক্ত করতে সাহায্য করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো একজন নতুন এবং উত্তেজনাপূর্ণ প্রেমিক/প্রেমিকার সঙ্গে ডেট করবেন। মীন রাশির জাতক জাতিকারা তাঁদের নতুন বন্ধুর কাছ থেকে একটি রোম্যান্টিক প্রস্তাব পেতে পারেন। নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার প্রেমজীবন সম্পর্কে বিশদে কী বলছেন তিনি।
কারণ, এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, বর্তমানে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আর মঙ্গলও সেই একই রাশিতে প্রবেশ করতে চলেছে। দুই গ্রহের এই যুগল সংযোগ শুরু হবে ২৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই সময় গ্রহগত অবস্থান এমন এক শক্তির সঞ্চার করবে, যা কয়েকটি রাশির জাতকদের জীবনে এনে দিতে পারে সৌভাগ্য, উন্নতি ও নতুন সম্ভাবনা।চলুন দেখে নেওয়া যাক — কারা পেতে চলেছেন এই শুভ প্রভাব
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
বৃষবৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি সত্যিই আশীর্বাদের মতো হতে পারে। বুধ ও মঙ্গলের যুগল প্রভাব জীবনের সব দিকেই স্বস্তি এনে দেবে।দাম্পত্য জীবনে শান্তি ফিরবে, আর্থিক অবস্থাও উন্নতির পথে যাবে। দীর্ঘদিনের চাপ বা মানসিক অস্থিরতা অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, আর প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনাও জোরালো।
advertisement
4/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মিথুনমিথুন রাশির জাতকদের জন্য সময়টি এক কথায় ‘পজ়িটিভ ভাইব’! শরীর-স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তিও বজায় থাকবে।যাঁরা নতুন কিছু শুরু করতে চান — ব্যবসা, নতুন চাকরি বা কোনও সৃজনশীল কাজ — তাদের জন্য এই সময় একদম উপযুক্ত। পারিবারিক সম্পর্কে থাকবে বোঝাপড়া ও ভালোবাসা। বন্ধু ও সঙ্গীর সহযোগিতায় আত্মবিশ্বাসও বাড়বে।
advertisement
5/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
ধনুধনু রাশির জাতকদের জন্যও আসছে উজ্জ্বল সময়। বিশেষ করে যাঁরা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত, তাঁদের আয় বৃদ্ধি ও সাফল্যের সম্ভাবনা প্রবল।পরিবারে শান্তি ও স্থিতি ফিরে আসবে, আর্থিক অবস্থাও মজবুত হবে। নতুন বিনিয়োগ বা সিদ্ধান্ত নিতেও এই সময় শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement