Akshaya Tritiya 2024: ১ টাকাও খরচ হবে না...! কিনতে হবে না সোনা-রূপোও, 'এই' কাজ করলেই দু-হাত ভরে আসবে প্রচুর টাকা, অক্ষয় তৃতীয়ায় বিরাট অলৌকিক ঘটনা!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজই করা হোক না কেন খুব ফলদায়ক হয়। অর্থাৎ এই দিনে আপনি যে কোনও শুভ কাজ করতে পারেন, যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
advertisement
দীর্ঘদিন ধরে এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজই করা হোক না কেন খুব ফলদায়ক হয়। এছাড়াও, অক্ষয় তৃতীয়ার অর্থ অসীম অর্থাৎ যার কোনও শেষ নেই, তাই এই দিনে নেওয়া কোনও জিনিস শেষ হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে আবুজ মুহুর্তা রয়েছে, অর্থাৎ এই দিনে আপনি যে কোনও শুভ কাজ করতে পারেন, যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
এই দিনে আপনার উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। মন্ত্র জপ করার সময় খেয়াল রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন ভুল না হয়। এছাড়াও প্রতিদিন সকালে তুলসীমাতাকে জল নিবেদন করুন। এতে আপনি অনেক উপকার পাবেন। দু-হাত ভরে উপচে পড়বে ধন-সম্পদ৷ ফুলেফেঁপে উঠবে সংসার৷ (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)