Agrahayana Purnima Vastu Eating Tips: রাত পোহালেই অঘ্রাণের পূর্ণিমা! করলা, উচ্ছে-সহ এই ৪ সবজি ভুলেও খাবেন না! অভাব, অসুখ ও অমঙ্গলে ছারখার সংসার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Agrahayana Purnima Vastu Eating Tips:চলতি ইংরেজি বছরের এটাই শেষ পূর্ণিমা৷ প্রতি পুণ্যতিথির মতো এ দিনও পালনীয় কিছু আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের মঙ্গল হয়৷ বজায় থাকে সুখশান্তি ও অর্থের প্রাচুর্য
advertisement
চলতি ইংরেজি বছরের এটাই শেষ পূর্ণিমা৷ প্রতি পুণ্যতিথির মতো এ দিনও পালনীয় কিছু আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের মঙ্গল হয়৷ বজায় থাকে সুখশান্তি ও অর্থের প্রাচুর্য৷ কারণ চলতি মরশুমে যাতে শারীরিক সুস্থতা বজায় থাকে, সেভাবেই তৈরি হয় এই আহারবিধি৷ পরবর্তীতে তার সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
advertisement
advertisement
advertisement
advertisement


