ছেলের এই কাজে চোখে জল এসেছিল অমিতাভের...

Last Updated:
1/5
বাবার সঙ্গে দারুণ সম্পর্ক অভিষেকের ৷ অনেকটাই বন্ধুত্বের সম্পর্ক দুজনের ৷ কিন্তু...Photo Courtesy: Instagram
বাবার সঙ্গে দারুণ সম্পর্ক অভিষেকের ৷ অনেকটাই বন্ধুত্বের সম্পর্ক দুজনের ৷ কিন্তু...Photo Courtesy: Instagram
advertisement
2/5
ছেলের জন্য কাঁদতে হয়েছিল বাবাকে ৷ Photo Courtesy: Instagram
ছেলের জন্য কাঁদতে হয়েছিল বাবাকে ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
দু’জনে অনেক সময়ই একসঙ্গে ছবি তোলে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ অমিতাভ নিজেও যথেষ্ট সাবলীল সোশ্যাল মিডিয়ায় ৷ একসঙ্গে তাই দারুণ সব মজার পোস্ট করেন তাঁরা ৷ Photo Courtesy: Instagram
দু’জনে অনেক সময়ই একসঙ্গে ছবি তোলে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ অমিতাভ নিজেও যথেষ্ট সাবলীল সোশ্যাল মিডিয়ায় ৷ একসঙ্গে তাই দারুণ সব মজার পোস্ট করেন তাঁরা ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
তাই তো বন্ধুত্বের দিন অমিতামকে প্রথম বন্ধুত্বের শুভেচ্ছা জানান অভিষেক ৷ বাবাই তার আসল বন্ধু ৷ তবে এই বন্ধুরও চোখেও জল এনছেন অভিষেক ৷ Photo Courtesy: Instagram
তাই তো বন্ধুত্বের দিন অমিতামকে প্রথম বন্ধুত্বের শুভেচ্ছা জানান অভিষেক ৷ বাবাই তার আসল বন্ধু ৷ তবে এই বন্ধুরও চোখেও জল এনছেন অভিষেক ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/5
কফি ইউথ করণে উঠে এল এই প্রসঙ্গ ৷ সেখানে জানা গেল যে ছেলের ছবি মনমরজিয়া দেখে কেঁদে ফেলেছিলেন অমিতাভ ৷ অভিষেকের অভিনয় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি তাঁর বাবা ৷ এমনিতেই বলিউডে অভিষেকের কাজ পাওয়া নিয়ে অনেক কথা উঠে আসে ৷ খুব বেশি ছবিতে দেখা যায় না তাঁকে ৷ তবে অনুরাগ কাশ্যপের ছবি মনমরজিয়ায় তিনি অনবদ্য অভিনয় করেছিলেন ৷ যার সার্টিফিকেট দিয়ে দেন সয়ং বিগ বি ৷ তবে ছেলের ব্যাপারে একেবারেই উদার নন অমিতাভ ৷ তাঁর ছবি ভাল না হলে মুখের ওপরই বলে দেন তিনি ৷ তবে মনমরজিয়া ছবিটি চোখে জল এনে দিয়েছিল বিগ বি-র ৷  Photo Courtesy: Instagram
কফি ইউথ করণে উঠে এল এই প্রসঙ্গ ৷ সেখানে জানা গেল যে ছেলের ছবি মনমরজিয়া দেখে কেঁদে ফেলেছিলেন অমিতাভ ৷ অভিষেকের অভিনয় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি তাঁর বাবা ৷ এমনিতেই বলিউডে অভিষেকের কাজ পাওয়া নিয়ে অনেক কথা উঠে আসে ৷ খুব বেশি ছবিতে দেখা যায় না তাঁকে ৷ তবে অনুরাগ কাশ্যপের ছবি মনমরজিয়ায় তিনি অনবদ্য অভিনয় করেছিলেন ৷ যার সার্টিফিকেট দিয়ে দেন সয়ং বিগ বি ৷ তবে ছেলের ব্যাপারে একেবারেই উদার নন অমিতাভ ৷ তাঁর ছবি ভাল না হলে মুখের ওপরই বলে দেন তিনি ৷ তবে মনমরজিয়া ছবিটি চোখে জল এনে দিয়েছিল বিগ বি-র ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement