বিষ্ণুপুরে চোলাই বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত গ্রামের মহিলারা, বাড়িতে চড়াও চোলাই কারবারিরা
Last Updated:
#বিষ্ণুপুর: চোলাই বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত গ্রামের মহিলারা। দলবল নিয়ে বাড়িতে চড়াও অভিযুক্ত চোলাই বিক্রেতা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রতিবাদী মহিলাদের হুমকি, শ্লীলতাহানি। ঘটনার পর থেকেই থমথমে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের উত্তর গৌরীপুর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের উত্তর গৌরীপুর। স্থানীয়দের অভিযোগ, গত ছ’মাসে এলাকায় চোলাইয়ের কারবার ফুলেফেঁপে উঠেছে। চোলাইয়ের ঠেকে ভিড় বাড়ায় সংসারে অনটনও বাড়ছে। বাধ্য হয়েই গত ছাব্বিশে নভেম্বর শুভ হালদারের চোলাইয়ের ঠেক ভেঙে দেন এলাকার মহিলারা। বিষ্ণুপুর থানায় একটি স্মারকলিপিও দেন তাঁরা। অভিযোগ, এরই জেরে মঙ্গলবার রাতে দলবল নিয়ে চড়াও হয় শুভ।
advertisement
ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। সাঙ্গোপাঙ্গো নিয়ে বেপাত্তা অভিযুক্ত চোলাই বিক্রেতা শুভ হালদার। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
Location :
First Published :
November 29, 2018 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিষ্ণুপুরে চোলাই বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত গ্রামের মহিলারা, বাড়িতে চড়াও চোলাই কারবারিরা