দিল্লির রাস্তায় কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫

Last Updated:

এরা পাঁচজনেই দিল্লিতে কাজ করে । এদের মধ্যে দুজন একটি অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের ড্রাইভারের কাজ করে ।

#নয়াদিল্লি: আবার গণধর্ষণ । আবারও ঘটনার অকুস্থল সেই রাজধানী । শপিং মলের সামনে থেকে মহিলাকে কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুষ্কৃতীরা । ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ।
সোমবার রাত ১১টা নাগাদ গুরুগ্রামের সাহার মলে শপিং-এর পর মলের বাইরে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা । সেই সময়ই ক্যাব নিয়ে এসে ওই পাঁচ দুষ্কৃতী মহিলাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলে । মহিলা রাজি না হলে তাঁকে জোর করে টেনে গাড়িতে তুলে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের একটি গেস্ট হাউজে নিয়ে যায় । সেখানেই পাঁচজনে মিলে ধর্ষণের পর মহিলাকে গেস্ট হাউজের ও ঘরে রেখেই বাইরে থেকে দরজা লক করে দেয় ।
advertisement
মহিলার চিত্কার কানে এসে পৌঁছনোয় গেস্ট হাউজেরই এক রাঁধুনি এসে দরজা খুলে তাকে উদ্ধার করতে গেলে ওই দুষ্কৃতীদের একজন এসে হামলা চালায় । হাতাহাতির পর অবশেষে মহিলা গেস্ট হাউজ থেকে পালিয়ে গিয়ে এক বন্ধুকে ফোন করতে সক্ষম হন । সেই বন্ধুই মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই মহিলাকে বসন্ত কুঞ্জ থানায় নিয়ে যান ।
advertisement
advertisement
মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার কিছুক্ষণের মধ্যে ওই এলাকা থেকে পাঁচ দুষ্কতীকেই গ্রেফাতার করে পুলিশ । অভিযুক্ত তেজবীর সিং, গোপাল প্রসাদ, রূপ দেব, অংশুল ও রামবাবু প্রত্যেকেই হরিয়াণার বাসিন্দা । এরা পাঁচজনেই দিল্লিতে কাজ করে । এদের মধ্যে দুজন একটি অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের ড্রাইভারের কাজ করে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির রাস্তায় কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement