বলি হওয়ার হাত থেকে দুই নাবালিকাকে রক্ষা করে নজির গড়ল ইমাম
Last Updated:
কুসংস্কারের হাত থেকে দুই নাবালিকাকে রক্ষা করে আপাতত মহারাষ্ট্রের হিরো ইমরান ভাই ৷ মহারাষ্ট্র থেকে অপহরণ করে সুরাতে পাচার করে দেওয়ার ছক করছিলেন অপহরণকারীরা ৷
#মুম্বই: কুসংস্কারের হাত থেকে দুই নাবালিকাকে রক্ষা করে আপাতত মহারাষ্ট্রের হিরো ইমরান ভাই ৷ মহারাষ্ট্র থেকে অপহরণ করে সুরাতে পাচার করে দেওয়ার ছক করছিলেন অপহরণকারীরা ৷ সেই অপহরণের ছক বানচাল করেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এমনকী, মহারাষ্ট্র পুলিশের তরফ থেকেও পুরস্কৃত করা হয়েছে সুরাতের কিম কোঠয়া মসজিদের ইমাম ইমরানকে ৷
অন্ধবিশ্বাসের বলি হওয়ার হাত থেকে রক্ষা পেল ১১ বছর ও ৮ বছরের দুই কিশোরী ৷ এই দুই কিশোরীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন ইমরান ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ইমাম জানিয়েছেন, একদিন মসজিদের ভিতর থেকেই দুই নাবালিকার কান্নার আওয়াজ শুনে কৌতুহলবশত এগিয়ে যান তিনি ৷ এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই দুই নাবালিকা জানায় যে, তাদের অপহরণ করা হয়েছে ৷ মহারাষ্ট্রের নন্দারবার জেলার শাহদা গ্রামের বাসিন্দা তারা। দিন পাঁচেক আগে ৬৫ বছরের বাব্বান পাওরা নামের এক ব্যক্তি পাঁচদিন আগে তাদের বাড়ি থেকে অপহরণ করে।
advertisement
এরপর মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ইমাম ৷ এরপর পুলিশের হাতে ওই দুই নাবালিকাকে তুলে দেন তিনি ৷ পাশাপাশি, অভিযুক্ত বাব্বান পাওরাকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
প্রসঙ্গত, দুই নাবালিকা নিখোঁজের অভিযোগ আগেই জমা পড়েছিল মহারাষ্ট্র পুলিশের কাছে ৷ কিন্তু অনেক খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি ৷ যার জেরে ওই দুই নাবালিকাকে খুঁজে দিতে পারলেই ৭০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করার ঘোষণাও করা হয় ৷ সেই বিজ্ঞপ্তি বাবদ ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে ইমরানের হাতে ৷
view commentsLocation :
First Published :
May 29, 2018 4:04 PM IST