দিল্লির রাস্তায় কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫
Last Updated:
এরা পাঁচজনেই দিল্লিতে কাজ করে । এদের মধ্যে দুজন একটি অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের ড্রাইভারের কাজ করে ।
#নয়াদিল্লি: আবার গণধর্ষণ । আবারও ঘটনার অকুস্থল সেই রাজধানী । শপিং মলের সামনে থেকে মহিলাকে কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুষ্কৃতীরা । ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ।
সোমবার রাত ১১টা নাগাদ গুরুগ্রামের সাহার মলে শপিং-এর পর মলের বাইরে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা । সেই সময়ই ক্যাব নিয়ে এসে ওই পাঁচ দুষ্কৃতী মহিলাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলে । মহিলা রাজি না হলে তাঁকে জোর করে টেনে গাড়িতে তুলে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের একটি গেস্ট হাউজে নিয়ে যায় । সেখানেই পাঁচজনে মিলে ধর্ষণের পর মহিলাকে গেস্ট হাউজের ও ঘরে রেখেই বাইরে থেকে দরজা লক করে দেয় ।
advertisement
মহিলার চিত্কার কানে এসে পৌঁছনোয় গেস্ট হাউজেরই এক রাঁধুনি এসে দরজা খুলে তাকে উদ্ধার করতে গেলে ওই দুষ্কৃতীদের একজন এসে হামলা চালায় । হাতাহাতির পর অবশেষে মহিলা গেস্ট হাউজ থেকে পালিয়ে গিয়ে এক বন্ধুকে ফোন করতে সক্ষম হন । সেই বন্ধুই মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই মহিলাকে বসন্ত কুঞ্জ থানায় নিয়ে যান ।
advertisement
advertisement
মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার কিছুক্ষণের মধ্যে ওই এলাকা থেকে পাঁচ দুষ্কতীকেই গ্রেফাতার করে পুলিশ । অভিযুক্ত তেজবীর সিং, গোপাল প্রসাদ, রূপ দেব, অংশুল ও রামবাবু প্রত্যেকেই হরিয়াণার বাসিন্দা । এরা পাঁচজনেই দিল্লিতে কাজ করে । এদের মধ্যে দুজন একটি অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের ড্রাইভারের কাজ করে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2018 9:09 AM IST