হোম /খবর /মেদিনীপুর /
শালবনীর দুই সিভিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক

West Medinipur News: হারিয়ে যায়নি সততা! শালবনীর দুই সিভিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক

ফোন এবং টাকা ফিরিয়ে দিচ্ছেন দুই সিভিক পুলিশ

ফোন এবং টাকা ফিরিয়ে দিচ্ছেন দুই সিভিক পুলিশ

পুলিশের এহেন কাজে দুই সিভিক পুলিশকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। পাশাপাশি এই ঘটনার পর সালবনি থানা এলাকায় সিভিক পুলিশের প্রশংসাও করেন অনেকে। ফোন ফেরত দেয়ার পর অরূপ ও তাপস জানান, মানুষ পুলিশের উপর যথেষ্ট ভরসা করেন, তাই মানুষের পুলিশের প্রতি ভরসা যাতে বজায় থাকে, তার জন্য যা করা উচিত, আমরা শুধুমাত্র তাই করেছি।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম মেদিনীপুর- এখনও হারিয়ে যায়নি সততা! দুই সিভিক পুলিশের সহৃদয়তায়, হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক। চারিদিকে যখন ভুরি ভুরি স্মার্টফোন চুরি যাওয়ার অভিযোগ উঠছে, ঠিক সেই সময়ই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার দুই সিভিক পুলিশের সততা ও মানবিকতা মুগ্ধ করল জঙ্গলমহলবাসীকে (West Medinipur News)। জানা গেছে, শনিবার দুপুর ঠিক ১২ টা - সাড়ে ১২ টা নাগাদ, শালবনীর কমলা ট্রাফিক মোড়ে একটি কভার দেওয়া স্মার্টফোন পড়ে থাকতে দেখেন কর্তব্যরত দুই সিভিক (পুলিশ) কর্মী, যথাক্রমে অরূপ ঘোষ ও তাপস কর্মকার। সঙ্গে সঙ্গে তাঁরা যোগাযোগ করেন শালবনী থানা এবং শালবনীর সমাজকর্মী তথা ছত্রছায়া গ্রুপের প্রতিষ্ঠাতা নুতন ঘোষের সাথে। তবে, সমাজমাধ্যমে পোস্ট করার আগেই, ওই নম্বরে ফোন আসে ফোনের মালিকের। জানা গিয়েছে সেই ব্যক্তির নাম কৃষ্ণ রানা, ঢ্যাঙাশোল গ্রামের বাসিন্দা। তাঁকে শালবনী থানায় যোগাযোগ করতে বলেন দুই সিভিক পুলিশ। সেইমতো ফোনের মালিক শালবনী থানায় এসে উপস্থিত হন। এবং দুই সিভিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর, উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি ওই ফোন নিয়ে যান এবং ধন্যবাদ জানান কর্তব্যরত দুই সিভিক কর্মী অরূপ এবং তাপস-কে (West Medinipur News)। পুলিশের এহেন কাজে দুই সিভিক পুলিশকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। পাশাপাশি এই ঘটনার পর শালবনী থানা এলাকায় সিভিক পুলিশের প্রশংসাও করেন অনেকে। ফোন ফেরত দেওয়ার পর অরূপ ও তাপস জানান, "মানুষ পুলিশের উপর যথেষ্ট ভরসা করেন, তাই মানুষের পুলিশের প্রতি ভরসা যাতে বজায় থাকে, তার জন্য যা করা উচিৎ, আমরা শুধুমাত্র তাই করেছি"। Partha Mukherjee
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Civic Police, Shalboni, West Medinipur, West Midnapore