West Midnapore News : রাখে হরি তো মারে কে! ফের খড়গপুর স্টেশনে আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচল মহিলা রেলযাত্রী
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
RPF অফিসারের তৎপরতায় অল্পের জন্য মহিলা রেলযাত্রী মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন।
#পশ্চিম মেদিনীপুর : রবিবার বেলা ১২.১০ মিনিট নাগাদ খড়্গপুর রেলওয়ে স্টেশনের ৭ নং প্ল্যাটফর্ম থেকে ট্রেন নং 20971 ডাউন উদয়পুর শালিমার এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে। হঠাৎই দেখা গেল এক মহিলা রেলযাত্রী চলন্ত ট্রেনের 4 নং কোচে ছুটতে ছুটতে ওঠার চেষ্টা করছেন, কিন্তু দুই তিনবার চেষ্টা করেও কোনও ভাবে উঠতে পারছেন না, তখন ইতোমধ্যেই ট্রেনের গতিবেগ বাড়তে শুরু করেছে। সেই সময় ঐ প্ল্যাটফর্মে কর্মরত এক আর.পি.এফ (RPF) জওয়ান জে.কে. গিরি ওই মহিলাকে চলন্ত ট্রেনে ঝুলতে ঝুলতে ওঠার চেষ্টা করতে দেখে ছুটে গিয়ে মহিলা রেলযাত্রীকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনের মধ্যে তুলে দেন। ফলে ওই RPF অফিসারের তৎপরতায় অল্পের জন্য মহিলা রেলযাত্রী মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন।
রবিবার রাতে প্ল্যাটফর্মে থাকা CCTV ক্যামেরার সেই দৃশ্য প্রকাশ করা হয় খড়্গপুরের রেল বিভাগের তরফে। এই ঘটনার পর সাউথ ইস্টার্ন রেলের সিনিয়র DCM রাজেশ কুমার এস.আই আর.পি.এফ জে.কে. গিরির প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সেই ভিডিও ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের তরফে।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও খড়্গপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। মেদিনীপুর রেলওয়ে স্টেশনেও এক মহিলা যাত্রী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় ঢোকার আগে রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন। বারংবার এই ধরণের ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে, কারণ এই ধরনের ভিডিও দেখার পর যদি মানুষের মনে ভয়ভীতি তৈরি হয়। যাতে মানুষ সচেতন হয় এবং কোনও ভাবে চলন্ত ট্রেনেউঠার চেষ্টা না করেন। কিন্তু রবিবারের ঘটনায় আবারও একবার প্রমাণ হল রেলওয়ে কর্তৃপক্ষের হাজার চেষ্টার পরেও মানুষ সচেতন হচ্ছেনা। যার ফলে অনেক মানুষের জীবন অকালেই চলে যাচ্ছে।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
December 12, 2022 4:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News : রাখে হরি তো মারে কে! ফের খড়গপুর স্টেশনে আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচল মহিলা রেলযাত্রী