West Medinipur News: গৃহ প্রবেশের আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মহিলার

Last Updated:

বিদ্যুৎ দফতরের খামখেয়ালীপনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষেরা

+
ঘটনাস্থলে

ঘটনাস্থলে পুলিশ

#পশ্চিম মেদিনীপুর- অনেক কষ্ট করে স্ব-সহায়ক গোষ্ঠীতে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ সম্পন্ন করেছিলেন মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত মাদারপুরের বাসিন্দা আনু চক্রবর্ত্তী ও তাঁর স্বামী সুকুমার চক্রবর্ত্তী। সম্পন্ন হয়ে গেছিলো নতুন গৃহ নির্মানের কাজ। আগামীকাল বৃহস্পতিবার ছিল গৃহ প্রবেশ অনুষ্ঠান। অনুষ্ঠানের তোড়জোড় চলছিল বাড়িতে। কিন্তু গৃহ প্রবেশের একদিন আগেই আনন্দ অনুষ্ঠান বদলে গেল শোক অনুষ্ঠানে। যে গৃহকতৃ ভেবেছিলেন নতুন গৃহে প্রবেশ করে সুখ স্বাচ্ছন্দ্য এর সঙ্গে সংসার করবেন, তাকেই মর্মান্তিক ভাবে চলে যেতে হল সংসার ছেড়ে।
বুধবার সকালে স্নান সেরে বাড়িতে ঢোকার সময় ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায় মহিলার উপর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আনু দেবী। স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করলে সেখানে মৃত্যু হয় আনু চক্রবর্ত্তীর। পরিবার সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাড়িতে গৃহ প্রবেশের অনুষ্ঠান বদলে যায় শোকের পরিবেশে। পরিবার পরিজনেরা মেনে নিতে পারছেন না আনু দেবীর এই মর্মান্তিক মৃত্যুকে। এলাকার মানুষদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের খামখেয়ালীপনার জন্য এভাবে অকালে চলে গেল একটি প্রাণ। বিদ্যুৎদফতরের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে যান বিদ্যুৎদফতরের আধিকারিক। বিদ্যুৎদফতরের খামখেয়ালীপনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষেরা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্যদিকে মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে WBSEDCL এর তরফে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: গৃহ প্রবেশের আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মহিলার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement