West Midnapore Weather: আবহাওয়ার খামখেয়ালী আচরণ! বৈশাখের তীব্র গরমেও শীতকালের মতো ঘন কুয়াশা!
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Midnapore Weather: রাতের তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টির দেখা নেই। কিছু জায়গায় হালকা কালবৈশাখীর দেখা মিলছে।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সকালে শীতের মতো ঘন কুয়াশা। বেলা বাড়তে বাড়ছে তাপমাত্রা।কাঠফাটা গ্রীষ্মের দাহে পুড়ছে বাংলা। বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠছে সাধারণের। জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি। কুয়াশা হওয়ার কারণে ভ্যাপসা গরম অব্যাহত।
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় লু প্রবাহিত হচ্ছে। রোদে হাঁসফাঁস করা পরিস্থিতি তৈরি হচ্ছে।বেলা একটা থেকে দুটোর সময় দিনের তাপমাত্রা সর্বোচ্চতে পৌঁছচ্ছে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টির দেখা নেই। কিছু জায়গায় হালকা কালবৈশাখীর দেখা মিলছে।
প্রসঙ্গত, গরমের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল বঙ্গবাসী।পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করছে স্থানীয় হাওয়া অফিস।প্রতিদিন সেই একই ছবি। হেরফের নেই দিনের ছবিতে। তবে রাতের দিকে কিছুটা তাপমাত্রা কমছে।
advertisement
advertisement
সকাল দশটা পেরতে না পেরতেই বাজার, রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে।
বেলা বারোটার পর থেকে সেই তাপমাত্রার পরিমাণ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস। বাড়ির বাইরে বেরোলে হাত মুখ ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু তাই নয়, প্রতিনিয়ত ওআরএস কিংবা স্যালাইন জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore Weather: আবহাওয়ার খামখেয়ালী আচরণ! বৈশাখের তীব্র গরমেও শীতকালের মতো ঘন কুয়াশা!