West Midnapore News: ভয়াবহ অবস্থা বিজেপি কর্মীদের! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
West Midnapore News: ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়া বিজেপি কর্মীরা। আশ্রয় নিয়েছেন জেলা কার্যালয়ে।
মেদিনীপুর: ভোট মিটলেও জেলা জুড়ে কমেনি অশান্তি। বরং দিনদিন বাড়ছে ঘর ছাড়াদের সংখ্যা। বিরোধী বিজেপি কর্মীদের এখন ঠিকানা জেলা পার্টি অফিস। যদিও অশান্তির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ঘর ছাড়া বিজেপি কর্মীরা। জেলায় প্রায় ৫০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে ঘর ছাড়া হতে হয়েছে বলে দাবি বিজেপির।
বর্তমানে মেদিনীপুর জেলা কার্যালয়ে রয়েছেন ২৬ জন ঘর ছাড়া তাদের মধ্যে কেউ পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, কেউ পোলিং এজেন্ট, আবার কেউ এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তবে প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে জেলা কার্যালয়ে। প্রসঙ্গত, ২০২১-এ বিধানসভা নির্বাচনের পরেও দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী যারা আশ্রয় নিয়েছিলেন জেলা কার্যালয়ে ।
advertisement
advertisement
আরও পড়ুন- উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
হাইকোর্টের নির্দেশ মতো তারা বাড়ি ফিরেছিলেন। তবে ফের পঞ্চায়েত নির্বাচন মিটতে শাসক সন্ত্রাসে বাড়ি ছাড়তে হয়। ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে হাইকোর্টে যাওয়ার ভাবনা জেলা বিজেপি নেতৃত্বের।যদিও এই অভিযোগ অস্বীকার শাসক নেতৃত্বের। সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন দাবী তৃণমূলের।যা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। তবে আদৌ কি ঘরে ফিরতে পারবেন তারা?
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 3:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ভয়াবহ অবস্থা বিজেপি কর্মীদের! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের






