Hooghly News: এই আম চাষ করলেই হবেন মালামাল! বছরভর বিরাট লাভের মুখ দেখলেন চাষি

Last Updated:

Hooghly News: গ্রীষ্ম, বর্ষা, কিংবা শীত সব মরসুমেই ছোট-বড় সবার প্রিয় এই সুস্বাদু রসালো আম।তবে এই অসময়ে কোথায় মিলবে আম। এখন সারা বছরই মিলবে কাটিমন আম।

+
কাটিমন

কাটিমন আম  

গোঘাট: আম নামটা শুনেই খেতে মন চাইছে তাইতো? গ্রীষ্ম, বর্ষা, কিংবা শীত সব মরসুমেই ছোট-বড় সবার প্রিয় এই সুস্বাদু রসালো আম। তবে এই অসময়ে কোথায় মিলবে আম। এখন সারা বছরই মিলবে কাটিমন প্রজাতির আম। মিষ্টি মধুর রসালো এই ফলের স্বাদ। গত তিন বছর আগে কাটিমন আমের চারা গাছ লাগিয়েছিলেন হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিয়া এলাকার কৃষক তারকনাথ গায়েন।
নিজের নার্সারিতে ১০টি চারা গাছে কাটিমন বারোমাসি জাতের আমের বাগান শুরু করেন। একবছর পর থেকে কাটিমন বারোমাসি আমের বাগানে আম আসতে শুরু হয়। এখন তার বাগানে প্রতিটি গাছে থোকায় থোকায় আম ঝুলছে। প্রতিটি ডালে ডালে ধরেছে আম। প্রতিটি আমের গাছে কমপক্ষে ৩ থেকে ৫ কেজি পর্যন্ত আম ধরে আছে। আবার কোনও কোনও গাছে নতুন করে মুকুল আসছে, কোনও কোনও গাছে আমের গুটি চলে এসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
এই বিষয়ে তারকনাথ বাবু জানান,প্রতিটি গাছে আম অনেক বেশি হওয়ায় ব্যবসায়ী সহ আশেপাশের বাসিন্দারা তার বাগান থেকেই আম কিনে নিয়ে যাচ্ছেন। এই বারোমাসি কাটিমন জাতের আমের বাজারে ব্যাপক চাহিদা থাকায় আমের সময় চলে গেলেও পাইকাররা প্রতি কেজি আম ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছেন। তিনি আবার এই আমের কলম চারা তৈরি করে বিক্রয় করেছেন। আগাছা পরিষ্কার, কীটনাশক প্রয়োগ, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয় এই গাছে। সারা বছর আম পাওয়া যায় বলে,  যখন আমের মরসুম চলে‌ যায় তখন চড়া দাম মেলে এই ফল।তারকনাথ বাবু জানান, ‘এই আমের বাগান থেকে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে আম পাঠিয়েছে। স্বাদ আর মিষ্টি হওয়ায় অনেকেই আমাদের এই আমের প্রংশসা করছে। আর যারা আমাদের আম একবার কিনে নিয়ে গেছেন তারা আবার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।’
advertisement
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Hooghly News: এই আম চাষ করলেই হবেন মালামাল! বছরভর বিরাট লাভের মুখ দেখলেন চাষি
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement