WB Panchayat Election 2023: দিলীপ ঘোষকে দেখেই ঠান্ডা জল নিয়ে ছুটলেন তৃণমূল কর্মীরা! কোন দিকে গড়াচ্ছে জল?
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
WB Panchayat Election 2023: ভোটের আগেই এসব কী ছবি ফুটে উঠছে! এতো ভাবার বাইরে
শালবনী: একদিন আগে দিলীপ ঘোষকে ঘিরে চোর চোর স্লোগান, পরের দিন সেই দিলীপ ঘোষের হাতেই ঠান্ডা জল ও ORS তুলে দিলেন তৃণমূলের কর্মীরা। এমন ঘটনায় হতবাক দিলীপ ঘোষ থেকে রাজনৈতিক মহল। যদিও রাজনৈতিক সৌজন্যতা বলেই দাবি শাসক দল তৃণমূলের।সোমবারের পর মঙ্গলবার বিভিন্ন ব্লকে পৌঁছে কর্মীদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন সহ একাধিক বিষয়ে কথা বলছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
মনোনয়ন পর্ব ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে মঙ্গলবার দুপুরে শালবনী বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। হঠাৎ দিলীপ ঘোষকে দেখে তাঁর জন্য ঠান্ডা জল এবং ORS নিয়ে হাজির হলেন এক দল তৃণমূল কর্মী। মুখগুলো এক প্রকার অচেনাই লাগছিল দিলীপ ঘোষের কাছে।
advertisement
advertisement
অচেনা লাগবে না কেন, তারা তো আর বিজেপির কর্মী নয়।২৪ ঘণ্টা আগে জেলারই নারায়ণগড়ে ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীদের থেকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল দিলীপ ঘোষকে। তবে মঙ্গলবার মেঘ না চাইতেই জল দিলীপ ঘোষের কাছে। তৃণমূলের স্পষ্ট দাবি এটা তৃণমূলের সংস্কৃতি, জঙ্গলমহলে সংস্কৃতি।তবে তৃণমূলের এই অবাক জলপান নিয়ে শুরু চাপানউতর।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: দিলীপ ঘোষকে দেখেই ঠান্ডা জল নিয়ে ছুটলেন তৃণমূল কর্মীরা! কোন দিকে গড়াচ্ছে জল?