Viral Video: গলায় একের পর এক রবি ঠাকুরের গান! মুগ্ধ হয়ে শুনতে হয়! তবুও চোখে জল জবার! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: গ্রামের মেয়ে জবা হেমরম! আদিবাসী পরিবারের এই মেয়ের গান শুনলে ভুলতে পারবেন না!

+
বাবা

বাবা মায়ের সাথে জবা

দাঁতন: কলকাতার শিল্পী নাকি সম্মান পায়, গ্রামীণ শিল্পীরা ভাল গান করলেও পিছিয়ে পড়ে। এমনই ধারণা অজ পাড়া গাঁয়ের মেয়ে জবার। স্বপ্নকে সফল করতে রাত দিন পরিশ্রম। অবশেষে লক্ষ্যে গ্রামীণ এলাকার এই মেয়ে। গানের গলা শুনলে মুগ্ধ হয়ে শুনতে হয় তাঁর গান।যেমন তাঁর রবীন্দ্র সঙ্গীতের গলা, তেমনি নজরুল গীতিতেও দারুণ দক্ষতা ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন এর বেজদা গ্রামের মেয়ে জবা হেমরম। মাস খানেক আগে কলকাতায় গান গেয়ে সুনাম কুড়িয়েছে। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা তার। সিনেমায় কিংবা পাড়ার অনুষ্ঠানে গান শুনে মনে রাখত জবা। সেখান থেকেই গুনগুন করে গান মুখস্ত করা। নিজে থেকেই গাইতো সে। ছোটবেলায় সে অর্থে কোন তালিম পায়নি। দাঁতন এর প্রত্যন্ত অজ পাড়া গাঁ থেকে উঠে এসে আজ সফল সংগীত শিল্পী দাঁতনের জবা হেমরম। ছোট থেকেই নানা সাঁওতালি অনুষ্ঠান কিংবা পাড়ার কোন অনুষ্ঠানে গান শুনে গুনগুন করে গাইতো সে। পরে বাড়ির পাশে এক সংগীত শিল্পীর কাছে তিনি গানের তালিম নেয়। পরে গানের শিক্ষা নেন দাঁতনের এক শিক্ষাগুরু থেকে।
advertisement
advertisement
বিভিন্ন অনুষ্ঠানে সাঁওতালি কিংবা বাংলা ভাষায় গান গাইতো জবা। এরপরই ধীরে ধীরে পড়াশোনা এবং গানকে সাথি করে তার বড় হয়ে ওঠা। স্কুল কিংবা কলেজ জীবনে তার তেমন বন্ধু ছিল না। বন্ধু বলতে তার ছিল গান। পড়ার সময় হোক কিংবা অন্যান্য সময় নিজের মতই গুনগুন করে গান গায় সে। জবা চায় বড় হয়ে বড় সঙ্গীত শিল্পী হতে। চায় প্লে ব্যাক সিঙ্গার ও হতে।
advertisement
আরও পড়ুন:
পাশাপাশি তার ইচ্ছে, সাঁওতালি জনগোষ্ঠীর যারা নানান শিল্পে সমৃদ্ধ তাদের যথেষ্ট সম্মান দিক সাধারণ মানুষ। ইতিমধ্যেই কলকাতায় কেন্দ্র সরকারের বীরগাঁথা অনুষ্ঠানে গান পরিবেশন করেছে জবা। পাশাপাশি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একটি বিশেষ অনুষ্ঠানেও গান পরিবেশন করে। জবার বাবা ঈশ্বর হেমরম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন তবে তিনি অবসর নিয়েছেন। তিনিও চান এক সংগীত শিল্পী হয়ে উঠুক তার মেয়ে। বড় সঙ্গীতশিল্পী হয়ে সমাজ ও এলাকার নাম উজ্জ্বল করুক প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই মেয়ে, আশা সকলের।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Viral Video: গলায় একের পর এক রবি ঠাকুরের গান! মুগ্ধ হয়ে শুনতে হয়! তবুও চোখে জল জবার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement