Bangla News : বই-খাতা নিয়ে ৮০ কিলোমিটার দূরে ছাত্রীর বাড়িতে পৌঁছল দুই যুবক! তারপর? জানুন

Last Updated:

Bangla News : সোশ্যাল মাধ্যমে ছাত্রীর আবেদন! পড়াশুনোয় বাধা! জানতে পেরেই যা করলেন মেদিনীপুরের দুই যুবক!

+
পাঠ্যপুস্তক

পাঠ্যপুস্তক সাহায্য

#পশ্চিম মেদিনীপুর: মানবতার টানে মেদিনীপুর থেকে গোপীবল্লভপুর লাগোয়া চিচড়াতে ছুটে গেলেন দুই যুবক। গত কয়েক দিন আগে চিচড়া গ্রামের এক দুস্থ ও মেধাবী এক অষ্টম শ্রেণির ছাত্রীর পাঠ্য পুস্তক ও সহায়িকা পুস্তক এর প্রয়োজনীয়তার কথা জানতে পারেন। ছাত্রীর তরফে একটি জ্যামিতি বক্স ও অনুদানের জন্য আবেদন করা হয়। সেই পোস্ট দেখেন মেদিনীপুরের শিক্ষানুরাগী যুবক রাহুল কোলে। তিনি তৎক্ষণাৎ যোগাযোগ করেন এবং জানান তিনি পাঠ্যপুস্তক সহায়িকা পুস্তক সহ জ্যামিতি বক্স প্রদান করবেন ওই ছাত্রীকে।
রাহুল বাবু প্রথমে ভাবেন শিক্ষা সামগ্রী গুলি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন, কিন্তু বাসের সঙ্গে কথা বলার সময় বাস চালকদের কথার নানা রকম অসঙ্গতি প্রকাশ দেখে তিনি ধন্ধে পড়ে যান। এর পরে তিনি সিদ্ধান্ত নেন শিক্ষা সামগ্রী গুলি ছাত্রীর বাড়িতে নিজেই পৌঁছাবেন। তাই দেরি না করে তার আরও এক সহযোদ্ধা' মেদিনীপুরের সমাজকর্মী শুভনীল সাহুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রওনা দেন গোপীবল্লভপুরের চিচড়ার উদ্দেশ্যে।
advertisement
advertisement
প্রায় ৮০ কিলোমিটার বাইক চালিয়ে চিচড়া গ্রামে বর্ষার বাড়িতে পৌছে যান। কিন্তু সেই সময় বর্ষা বাড়িতে ছিল না। যুবক ছাত্রীর এক আত্মীয়ার হাতে শিক্ষা সামগ্রী গুলি তুলে দেন। পাশাপাশি, যুবক আগামী দিনে ওই ছাত্রীকে তার প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা সামগ্রী দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি জানান অন্য কোনও ছেলেমেয়ে শিক্ষা ক্ষেত্রে কোনও সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করতে।সেক্ষেত্রে তিনি ওই দুস্থ পড়ুয়ার নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bangla News : বই-খাতা নিয়ে ৮০ কিলোমিটার দূরে ছাত্রীর বাড়িতে পৌঁছল দুই যুবক! তারপর? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement