West Medinipur News: কেশপুরের সরিষাখোলায় গ্রামবাসীদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষ, ঘটনায় আহত এক গ্রামবাসী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে সরিষাখোলা এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা
#পশ্চিম মেদিনীপুর- বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ কেশপুরবাসী! কেশপুরের সরিষাখোলায় রাস্তার উপর গাড়ি রাখার প্রতিবাদ করায়, গ্রামবাসীদের সঙ্গে ট্রাক্টর চালকদের সংঘর্ষ। ঘটনায় আহত এক গ্রামবাসী। লাঠি বাঁশ নিয়ে মারধর করার অভিযোগ গ্রামবাসীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার, কেশপুর ব্লক এর ১২ নং অঞ্চলের অন্তর্গত সরিষাখোলা গ্রাম। বালি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে কেশপুরের সরিষাখোলাতে। বিশ্বনাথপুর থেকে বালি বোঝাই করে আসা ট্রাক্টরগুলি সরিষাখোলা গ্রামে ঢোকার সামনে রাস্তার উপর গাড়ি রেখে দোকানে খাবার খাচ্ছিল। রাস্তার উপরে চলাচল করতে অসুবিধা হওয়ায় গ্রামবাসীরা তাদেরকে জানালে তৎক্ষণাৎ ড্রাইভাররা চড়াও হয় গ্রামবাসীদের উপর। এরপরই গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বালি মাফিয়াদের।
আবু তাহের নামে এক গ্রামবাসীর মাথায় আঘাত করা হলে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় আবু তাহেরকে গ্রামবাসীরা কেশপুরে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে কেশপুর থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাক্টর কেশপুরের বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করায় গ্রামের রাস্তাগুলি ভেঙেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপর রাস্তার উপর যেখানে সেখানে ট্রাক্টর গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভাররা আড্ডা মারার ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে সরিষাখোলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
Location :
First Published :
April 08, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: কেশপুরের সরিষাখোলায় গ্রামবাসীদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষ, ঘটনায় আহত এক গ্রামবাসী