West Medinipur News: মহুলে মেতে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা

Last Updated:

 মহুলে মেতেছে জঙ্গলমহলের মানুষ। শুধু সুস্বাদু ও পুষ্টিকর খাবার নয়; মহুলের তৈরি মাদকের চাহিদাও খুব একটা কম নয় জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে

+
মহুল

মহুল ফল

#পশ্চিম মেদিনীপুর: রাঢ় অঞ্চলের জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল ফল। বিশেষ ধরনের এই গাছ, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পুরুলিয়া সহ বিস্তীর্ন অঞ্চলে শুষ্ক আদ্র রুক্ষ মাটিতে দেখতে পাওয়া যায়৷  বসন্তের শুরুতে মহুলের আগমন৷ বিশেষত আদিবাসী জনজাতি মানুষের সঙ্গে এই মহুল গাছের নিবিড় আত্মিক যোগ৷ আদিবাসীদের একাংশের খাদ্যাভাসের তালিকায় রয়েছে মহুল। মহুলকে গুড় দিয়ে সেদ্ধ করে খায় অনেকেই। এছাড়াও অনেকের মহুল ফল বিক্রি করেই চলে সংসার৷ এক বন দফতরের আধিকারিকের কথায়, এই মহুল ফল গ্রাম বাংলার অর্থকারী ফল হিসাবে পরিচিত। এছাড়া ভেষজ উপাদানে উপকারী এই গাছ থেকে কচড়া নামক একটি ফল পাওয়া যায় যা থেকে তেল তৈরি হয়। এই তেল মানবদেহের বিভিন্ন পুরানো ব্যথা সারাতে উপকারী।
চৈএ মাসের শুরু থেকে এই ফল পাওয়া যায়। তা সংগ্রহ করে স্থানীয় হাটে বিক্রি করে এই আদিবাসী গ্রামের মানুষজন৷ এই সম্পর্কে অনেক কাল আগের থেকে মহুল নামক লুপ্তপ্রায় গাছের ফল ব্যবহার করে আসছে প্রান্তিক আদিবাসী সমাজের মানুষেরা ৷ মাদকাসক্তির জন্য একধরনের বিশেষ মদও তৈরি হয়৷ যার স্বাদ মিস্টি ও সুগন্ধি৷ এই মহুল ফুল নিয়ে আছে স্থানীয় প্রবাদও- চ নঅ দিশের মাই, মহুল তলায় মহুল গুড়াতে যায়, এবার মহুল বিকে নক্তা কিনে দেবো৷ এই মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে৷ শুধু মানুষ নয়, মহুলের টানে কখনও কখনও আবার দলমার দাঁতাল বা গজরাজদেরও আগমন হয় এই জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মহুলে মেতে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement