Train Cancel|| তৃতীয় লাইনে চলছে কাজ, নানা রুটে বাতিল বহু ট্রেন, জানুন তালিকা

Last Updated:

Train Cancel: রেলের তৃতীয় লাইনের কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।সমস্যায় পড়তে পারেন একাধিক যাত্রী

ট্রেন বাতিল
ট্রেন বাতিল
খড়গপুর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের নারায়ণগড়-ভদ্রক থার্ড লাইনের কাজ চলবে টানা ১০ দিন। তার জেরে রেল কর্তৃপক্ষ প্রায় ৫৭ ট্রেন বাতিল করছে। যাত্রীরা দুর্ভোগে পড়তে চলেছেন দশদিন। রেলের‌ উন্নয়নমূলক কাজ (Development Work) চলবে ১০ দিন ধরে।
চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে তৃতীয় লাইনের কাজ। রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এমনটাই। তাই খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) খড়্গপুর-ভদ্রক (ওড়িশা) শাখার প্রায় ৫৭ ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) তরফে।
আরও পড়ুনঃ জনপ্রতি নামমাত্র খরচ, ভারত গৌরব ট্রেনে তীর্থ দর্শন, জানুন ভ্রমণের বিস্তারিত
দক্ষিণ পূর্ব রেল এবং খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, খড়্গপুর ডিভিশনের ভদ্রক শাখার রানিতাল স্টেশনে (Ranital Station) ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ৭ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। আর, পরবর্তী তিনদিন অর্থাৎ ৪-৬ মার্চ পর্যন্ত হবে ইন্টারলকিংয়ের কাজ। নারায়ণগড়-ভদ্রক থার্ড লাইনের সঙ্গে এই কাজও সংযুক্ত। তার জেরেই প্রভাব পড়বে খড়্গপুর থেকে ওড়িশাগামী রেল যোগাযোগে। প্রায় ১০ দিন ধরে খড়্গপুর তথা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে চলেছে। ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা প্রবল হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সর্বনাশ! সাত-সকালে বাজারে এল 'দৈত্য', দেখতে ছুটল সকলে! ছবি দেখলে আঁতকে উঠবেন
দক্ষিণ ভারতগামী রেল যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। যদিও এই বিষয়ে খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, "রেল উন্নয়নমূলক কাজ করলে যাত্রীরাই উপকৃত হবেন।"
বাতিল ট্রেনের তালিকাঃ
advertisement
১২০৭৩/১২০৭৪ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ১২২৭৭/১২২৭৮ হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ১২৮২১/১২৮২২ ধৌলি এক্সপ্রেস, ১২৭০৩/১২৭০৪ হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের মতো ট্রেন-সহ মোট ৫৭ ট্রেন এই সময়ে বাতিল থাকছে।
বাতিল হচ্ছে ১৮০২১/১৮০২২ খড়্গপুর-খুড়দা রোড-খড়্গপুর, ০৮০৩১/০৮০৩২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর প্যাসেঞ্জার ট্রেনও।
২২৮২৩/২২৮২৪ ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২২৪৬ যশবন্তপুর হাওড়া দুরন্ত এবং ২২৮১১ ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানীও উল্লেখ্য থার্ড লাইনের কাজের সময় ঘুরপথে চালাবে বলে জানাচ্ছে রেল। বিকল্প ব্যবস্থার সন্ধানও দিয়েছে তাঁরা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Train Cancel|| তৃতীয় লাইনে চলছে কাজ, নানা রুটে বাতিল বহু ট্রেন, জানুন তালিকা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement