Rare Giant Fish|| সর্বনাশ! সাত-সকালে বাজারে এল 'দৈত্য', দেখতে ছুটল সকলে! ছবি দেখলে আঁতকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Rare Giant Fish: প্রায় নব্বই কেজির দৈত্যাকৃতি মাছ। বাজারে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। বিশাল আকারের এই মাছ দেখতে সকাল থেকেই ভিড় জমতে থাকে বাজারে।
মালদহ: প্রায় ৯০ কেজির দৈত্যাকৃতি মাছ। বাজারে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। বিশাল আকারের এই মাছ দেখতে সকাল থেকেই ভিড় জমতে থাকে বাজারে। বিগত কয়েক বছর পর মালদহের বাজারে দেখা মিলল দৈত্যাকৃতির এই মাছের। দানব আকৃতির এই মাছ দেখতে ভিড় মালদহ শহরের নেতাজি পুরবাজার মাছ আড়তে। মাছের আকৃতি দেখে রীতিমতো অবাক হন অনেকেই।
জানা গিয়েছে, মালদহের মানিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে বিশালাকৃতির এই বাঘার মাছ। এদিন ভোরে মৎস্যজীবীদের জালে ধড়া পড়ে বিশাল এই মাছ। মৎসজীবীরা জানান, মাছের ওজন প্রায় ৯০ কেজি। মৎসজীবীদের কাছ থেকে এক পাইকার ৩০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন মালদহের নেতাজি পুরবাজার মাছের আড়তে। বাজার থেকে সেই মাছ বিক্রি করা হয় ৬০০ টাকা কেজি দরে। অনেকেই এই মাছ কেনার জন্য লাইন দেন। এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় পাঁচ জনকে।
advertisement
আরও পড়ুনঃ দ্বিতীয় শ্রেণির খুদে পুড়ুয়াকে স্কুল শিক্ষকের বেধড়ক মারধর, ভর্তি হাসপাতালে, তোলপাড়
জানা গিয়েছে, মাছটির নাম বাঘার। সাধারণ মাছের থেকে দেখতে সম্পূর্ণ আলাদা। দেখতে ভয়ঙ্কর। দীর্ঘদিন মালদহে গঙ্গায় এই মাছ ধরা পড়েনি। গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘার মাছ। ভাল দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আড়তে নিয়ে আসা হয়। এদিন ভাল দামে বিক্রিও হয়েছে।
advertisement
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 7:35 PM IST