West Midnapore News: জঙ্গলমহলের গোদাপিয়াশাল উপ-স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল

Last Updated:

স্থানীয় মানুষদের দাবি, যদি উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়মিত চিকিৎসক থাকে, তাহলে চিকিৎসা পরিষেবাটা অন্তত গ্রামের মানুষেরা ভালো ভাবে পায়।

+
নিজস্ব

নিজস্ব ছবি ৷

#পশ্চিম মেদিনীপুর: ব্যবহার না হওয়ায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসার প্রয়োজনীয় মেশিনপত্র। স্থানীয় মানুষদের অভিযোগ, অধিকাংশ সময়েই উপ-স্বাস্থ্যকেন্দ্রে থাকে না চিকিৎসক। ফলে চিকিৎসার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রে এসেও চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয় রোগী ও রোগীর পরিবার পরিজনদের। এছাড়াও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না উপস্বাস্থ্য কেন্দ্রটি। ফলে চারপাশে নোংরা আবর্জনা পড়ে থাকে।
চিকিৎসকের অভাবে রোগী ভর্তিও হয় না উপস্বাস্থ্য কেন্দ্রে। ফলে বাধ্য হয়েই বাইরে গ্রামীন বা কোয়াক ডাক্তারকে দেখাতে হয় রোগীকে। স্থানীয় মানুষদের দাবি, যদি উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়মিত চিকিৎসক থাকে, তাহলে চিকিৎসা পরিষেবাটা অন্তত গ্রামের মানুষেরা ভালভাবে পায়।
আরও পড়ুন: Birbhum News : ফের বেনিয়ম! চায়ের বিল ৩০০০০, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রূপপুর পঞ্চায়েতে
এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সারেঙ্গিকে জিজ্ঞাসা করা হলে, তিনি চিকিৎসকের অভাবের কথা স্বীকার করে নেন। তিনি জানান, জেলায় বর্তমানে ১১৩ জন চিকিৎসকের শূন্যপদ রয়েছে, তার জন্য সব PSC তে চিকিৎসক দিতে পারছিনা। আমরা ব্লক থেকে টেনে এনে PSC গুলোতে অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এটা নিয়ে মানুষের অভিযোগ থাকবেই, কারণ চিকিৎসকের অভাবটা সঙ্গে সঙ্গে মেটানো সম্ভব নয়।
advertisement
advertisement
আরও পড়ুন: জমে উঠেছে পুজোর বাজার, এবার কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে জেনে নিন
তবে নিয়োগ প্রক্রিয়া চলছে, আশা করা যায় কিছুদিনের মধ্যে রাজ্য থেকে নিয়োগ করা হবে চিকিৎসক। এবং পরিকাঠামোগত যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলো হিসেব করে পাঠানো হয়েছে, কিছু কিছু জায়গায় কাজও চলছে। বাকি যেগুলো রয়েছে, অর্থ বরাদ্দ হলে সেগুলোর কাজও সম্পন্ন হবে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: জঙ্গলমহলের গোদাপিয়াশাল উপ-স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement