West Medinipur News: ডিজে বাজিয়ে চলছিল উদ্যাম নৃত্য! খড়্গপুরে বর্ষবরণের 'বিধি ভাঙা' অনুষ্ঠানে SDO-SDPO'র হানা। বন্ধ করা হলো অনুষ্ঠান
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করার বার্তা আগেই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোভিড বিধি মেনে অনুষ্ঠান পালন করার কথা। তা আদৌ মানা হয়েছে কিনা দেখতেই, হোটেলগুলোতে গভীর রাতে অভিযান চালানো হল মহকুমা প্রশাসনের এই উচ্চ পর্যায়ের দলের পক্ষ থেকে।
#পশ্চিম মেদিনীপুর- হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ! তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। গত চব্বিশ ঘণ্টায় দেশে, রাজ্যে ও জেলাতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ (West Medinipur News)। সচেতন করে দেওয়া হয়েছে জেলা ও মহকুমা পুলিশ-প্রশাসনকেও। কিন্তু, তাতে কার কি এসে যায়! বর্ষবরণের অনুষ্ঠান বলে কথা। শুক্রবার রাতে এরকমই একাধিক 'বিধি ভাঙা' বর্ষবরণের অনুষ্ঠানে হানা দিলেন খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন একযোগে তাঁরা হানা দিলেন খড়্গপুর শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ গুলিতে (West Medinipur News)। ঠিক সেই সময়ই ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্যে মেতে উঠেছিলেন মাস্ক না পরা যুবক-যুবতীরা! হঠাতই বিনা মেঘে বজ্রপাতের মতো পুলিশ আর প্রশাসনের আধিকারিকদের প্রবেশ! সঙ্গে আবার কোত্থেকে খবর পেয়ে জুটে গিয়েছিল সাংবাদিকরাও। ক্যামেরায় ধরা পড়ল, যুবক-যুবতীদের 'রণে ভঙ্গ দিয়ে' এদিক-ওদিক ছুটে পালানো! তবে, অনুষ্ঠান বন্ধের নির্দেশ আর কড়া হুঁশিয়ারি দিয়েই আপাতত ছেড়ে দেওয়া হয়েছে হোটেল মালিক সহ অনুষ্ঠান উদযাপন করতে আসা যুবক যুবতীদের।
advertisement
প্রসঙ্গত, বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করার বার্তা আগেই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোভিড বিধি মেনে অনুষ্ঠান পালন করার কথা। তা আদৌ মানা হয়েছে কিনা দেখতেই, হোটেলগুলোতে গভীর রাতে অভিযান চালানো হল মহকুমা প্রশাসনের এই উচ্চ পর্যায়ের দলের পক্ষ থেকে (West Medinipur News)। দেখা যায়, কোনোরকম সতর্কতা অবলম্বন না করেই হোটেলগুলিতে অনুষ্ঠান চলছে, মাস্ক নেই বেশিরভাগের মুখে, এমনকি বিনা অনুমতিতে বাজানো হচ্ছে ডিজে। তাই, কড়া পদক্ষেপ গ্রহণ করল মহকুমাশাসকের নেতৃত্বাধীন এই দল। বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান। কোভিড বিধি না মেনে অনুষ্ঠান চালানোর জন্য দেওয়া হল কড়া হুঁশিয়ারি।
advertisement
advertisement
উল্লেখ্য যে, বেশিরভাগ হোটেলে ডিজে বাজানোর এবং নাচ-গানের কোনো অনুমতি না নিয়েই চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। গোপন সূত্রে খবর পেয়েই খড়্গপুরের SDO-SDPO'রা হোটেলগুলোতে অভিযান চালিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার বর্ষবিদায় আর বর্ষবরণের রাতে, এভাবেই সক্রিয় থাকতে দেখা যায় খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
January 01, 2022 9:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ডিজে বাজিয়ে চলছিল উদ্যাম নৃত্য! খড়্গপুরে বর্ষবরণের 'বিধি ভাঙা' অনুষ্ঠানে SDO-SDPO'র হানা। বন্ধ করা হলো অনুষ্ঠান