Paschim Medinipur News: ছাত্র-ছাত্রীদের শেখানো হবে তীরন্দাজি, অভিনব ভাবনা বিদ্যালয়ের

Last Updated:

Paschim Medinipur News:তীরন্দাজি এবং মহিলা ফুটবলের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা বিদ্যালয়ের

+
title=

কেশিয়াড়ি: বিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে মানোন্নয়নে আরও একধাপ এগোল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের এক বিদ্যালয়। বিদ্যালয়ে শুরু হল তীরন্দাজির প্রশিক্ষণ। শুধু তিরন্দাজি নয়, বিদ্যালয়ের মেয়েদের নিয়ে গঠন করা হলো ফুটবল টিম। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যূষিত কেশিয়াড়ি ব্লকের নছিপুর আদিবাসী হাইস্কুলের অভিনব এই ভাবনায় মুগ্ধ সকলে।
ভারতের প্রাচীন খেলাগুলির মধ্যে অন্যতম তীরন্দাজি। জঙ্গলমহলের একাধিক বিদ্যালয়ে তীরন্দাজি প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় কোনও বিদ্যালয়ে সে অর্থে কোনও তীরন্দাজি প্রশিক্ষণের ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবে তীরন্দাজিতে জঙ্গলমহল ঝাড়গ্রাম এগিয়ে থাকলেও পশ্চিম মেদিনীপুর থেকে ভাল ফল পাওয়া যায় না। তাই বিদ্যালয়ের একান্ত উদ্যোগ, বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিখতে পারবে তীরন্দাজি।
অনূর্ধ্ব ১৬ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে তীরন্দাজির প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট প্রশিক্ষকেরা। পাশাপাশি অনূর্ধ্ব ১৬ মেয়েদের ফুটবল টিম গড়ে তুলছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রসঙ্গত কেশিয়াড়ি ব্লকের নছিপুর আদিবাসী হাইস্কুল খেলাধুলায় বরাবরই এগিয়ে। এই বিদ্যালয় থেকে উঠে এসেছে জেলার একাধিক বিশিষ্ট ফুটবল প্লেয়ারেরা। ব্লক থেকে জেলা, এমনকি রাজ্যস্তরেও অংশ নিয়েছে এই বিদ্যালয়। তাই ক্রীড়াক্ষেত্রে উন্নতি সাধনে বিদ্যালয়ের বাড়তি উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট খেলোয়াড়েরা।
advertisement
advertisement
শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উন্নতিসাধনেও বদ্ধপরিকর বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিদ্যালয়ে নতুন প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড়দের নিয়ে বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তীরন্দাজি প্রশিক্ষণের উদ্বোধন হয় এদিন। উপস্থিত ছিলেন, ফুটবল এবং তীরন্দাজি বিভাগের বিশিষ্ট খেলোয়াড়েরা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ছাত্র-ছাত্রীদের শেখানো হবে তীরন্দাজি, অভিনব ভাবনা বিদ্যালয়ের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement