Paschim Medinipur: বসন্ত উৎসব পালনেও "যুদ্ধ নয় শান্তি"-র বার্তা

Last Updated:

তারা জানায়, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধে যাতে না পরিণত হয়, তাই বসন্ত উৎসবেই শান্তির বার্তা দিল PTTI কলেজের ছাত্রীরা। উৎসবের মধ্যেই পিঠে নানা রঙ দিয়ে লিখে বার্তা দিলেন ছাত্রীরা "যুদ্ধ নয় শান্তি চাই"

+
যুদ্ধ

যুদ্ধ নয় শান্তির বার্তা কলেজ ছাত্রীদের

পশ্চিম মেদিনীপুর: রঙের উৎসবেও শান্তির বার্তা দিল, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। পিঠে আবির রাঙিয়ে প্রতিষ্ঠানের ছাত্রীরা বার্তা দিলেন, \"যুদ্ধ নয় শান্তি চাই!\" মেদিনীপুর ও খড়্গপুর শহরের সংযোগস্থলে অবস্থিত, মাতকাতপুরের খড়্গপুর ট্রাইবাল শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান (Kharagpur Tribal Teachers Training Institute) এ, আজ, বৃহস্পতিবার সকালে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবেই কলেজের পড়ুয়ারা নানান রঙে একে অপরকে রাঙিয়ে দিয়ে মেতে উঠেন বসন্তে। সঙ্গে অভিনব বার্তা। তবে, বসন্ত উৎসবের মধ্যেও কোথাও যেন একটু মন খারাপের পরিবেশ ছিল কলেজের ছাত্র-ছাত্রীদের মনে। তাঁরা জানান, \"রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। তাই, সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা দিতে চাই।\" এর আগেও, এই কলেজের ছাত্রীরা এভাবেই বার্তা দিয়েছিলেন! রবীন্দ্র সঙ্গীত-এর 'বিকৃতকারী' রোদ্দুর রায়-কে বার্তা দিতে ২০২০'র বসন্ত উৎসবে ছাত্রীরা পিঠে লিখেছিলেন- \"কবিগুরু ক্ষমা করো!\" আর, এবার বিশ্বের রাষ্ট্রনায়কদের উদ্দেশ্যে বার্তা। উল্লেখ্য যে, আগামীকাল (১৮ মার্চ) দোল পূর্ণিমায় কলেজ ছুটি থাকবে। তাই, আজ, কলেজে বসন্ত উৎসব পালনের মধ্যে দিয়ে, অনেকটা শান্তিনিকেতনের ধাঁচে, পিঠে আবির রাঙিয়ে \"যুদ্ধ নয় শান্তি চাই\" লিখে বার্তা দিলেন ছাত্রীরা। বসন্তেই পিঠে রঙ দিয়ে লিখে বার্তা \"যুদ্ধ নয় শান্তি চাই\" ছাত্রীদের। খড়্গপুরের মাতকাতপুরের পট্টি কলেজে বৃহস্পতিবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে কলেজের ছাত্রীরা নানান রঙে একে অপরকে রাঙিয়ে দিয়ে মেতে উঠেন বসন্তে। কিন্তু এসবের মধ্যেও কোথাও যেন একটু মন খারাপের পরিবেশ ছিল এই কলেজে এবং ছাত্রীদের মনে। তারা জানায়, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধে যাতে না পরিণত হয়, তাই বসন্ত উৎসবেই শান্তির বার্তা দিল PTTI কলেজের ছাত্রীরা। উৎসবের মধ্যেই পিঠে নানা রঙ দিয়ে লিখে বার্তা দিলেন ছাত্রীরা \"যুদ্ধ নয় শান্তি চাই\"
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: বসন্ত উৎসব পালনেও "যুদ্ধ নয় শান্তি"-র বার্তা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement