West Medinipur News: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আর একবছর পরেই পঞ্চায়েত নির্বাচন, তাই এখন থেকে গ্রাম স্তরে, বুথ স্তরে কর্মীদের আন্দোলনমুখী করে তুলে সংঘটিত হওয়ার আবেদন জানানো হয় মিছিল থেকে
#পশ্চিম মেদিনীপুর- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব, শহর তৃণমূল নেতৃত্ব এবং বিধায়কগণ। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবে কেন্দ্রে ক্ষমতায় আসার পর তার উল্টোটাই ঘটছে। দেশের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারগুলির নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। আর তখন অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার দেশের বড় বড় পুঁজিপতিদের বিভিন্ন ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দিয়ে চলেছে। কারণ কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচনে শুধু ভোট নিতে জানে সাধারণ মানুষের কাছ থেকে, সারা বছর কাজ করে পুঁজিপতিদের জন্য।
এদিন মেদিনীপুর শহর ছাড়াও মেদিনীপুর সদর ব্লক, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, কেশপুর, শালবনি সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করে তৃণমূল। প্রসঙ্গত, আর একবছর পরেই পঞ্চায়েত নির্বাচন, তাই এখন থেকে গ্রাম স্তরে, বুথ স্তরে কর্মীদের আন্দোলনমুখী করে তুলে সংঘটিত হওয়ার আবেদন জানানো হয় মিছিল থেকে। আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কথা তুলে ধরে সাধারণ মানুষকে আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হবে তৃণমূলের পক্ষ থেকে বলেও জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।
Location :
First Published :
March 31, 2022 9:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল