Paschim Medinipur News: আইআইটি খড়গপুরে নতুন তিনটি হস্টেল, অত্যাধুনিক কী কী সুবিধা রয়েছে এখানে? জেনে নিন
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Paschim Medinipur News: মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের মধ্যে আইআইটি খড়্গপুরের তিনটি হস্টেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন অত্যাধুনিক হস্টেলে থাকবে পড়ুয়ারা, কেমন এই হস্টেল জানুন।
পশ্চিম মেদিনীপুর: ভারতের প্রযুক্তিবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র আইআইটি খড়গপুর। এখান থেকেই বহু মেধাবী পড়ুয়া দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ভারতকে পৌঁছে দিচ্ছে জগতসভার শ্রেষ্ঠ আসনের দিকে।
সর্বশেষ প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ রেংকিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকলেও রাজ্যের বিচারে আইআইটি খড়গপুর প্রাচীনতম ও সেরা প্রযুক্তিবিদ্যার পিঠস্থান। প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ছাত্র ও ছাত্রী আবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
প্রসঙ্গত দেশের বিভিন্ন রাজ্যের বহু পড়ুয়া আইআইটিতে পড়াশোনা করে। তাদের থাকার জন্য নতুন অত্যাধুনিক হোস্টেল রুমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আইআইটি খড়্গপুরে নেতাজি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভিকে তিওয়ারি সহ অন্যরা।
advertisement
আইআইটি খড়্গপুরে তিনটি হস্টেল ও একটি নতুন ভবনের উদ্বোধন হয়। আইআইটি সূত্রে খবর সাবিত্রী বাই ফুলে হল অফ রেসিডেন্স নামে দুটি গার্লস হস্টেল এবং অটল বিহারী বাজপেয়ি হল অফ রেসিডেন্স নামে একটি বয়েজ হস্টেলের ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন একটি ভবনের উদ্বোধন হয়। উল্লিখিত, এই হস্টেলে ৫০০ জন করে থাকতে পারবেন। প্রতিটি রুমে রয়েছে শীততাপের ব্যবস্থা। শুধু তাই নয়, রয়েছে সাজানো রুম।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2024 4:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: আইআইটি খড়গপুরে নতুন তিনটি হস্টেল, অত্যাধুনিক কী কী সুবিধা রয়েছে এখানে? জেনে নিন









