West Medinipur News: দাম থাকলেও হাসি নেই আলু চাষিদের মুখে, চিন্তায় মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আলু চাষিদের

Last Updated:

দাম থাকলেও আলু তেমনভাবে ফলেনি বলে জানাচ্ছেন চাষিরা

+
আলুচাষীরা

আলুচাষীরা আলু তুলছেন

#পশ্চিম মেদিনীপুর- হয়তো কিছুটা দাম রয়েছে, কিন্তু মুখে হাসি নেই আলু চাষিদের। আলু চাষের শুরু থেকে প্রায় মাসখানেক ধরে চলে একনাগাড়ে বৃষ্টি। অনেককে আবার দ্বিতীয়বার লাগাতে হয়েছিল আলু। অতঃপর কোনরকম ভাবে চাষিরা তাদের সারা বছরের অর্থকরী ফসল হিসেবে আলু চাষের উপরে জোর দিয়ে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গড়বেতা শহর সংলগ্ন এলাকায় চাষিদের, আলু চাষই মূল ভরসা। আর শেষমেষ শুরু হয়েছে আলু খোলার কাজ। হয়তো কিছুটা দাম রয়েছে, কিন্তু চাষিদের মুখে সেই হাসিটা নেই। কারণ, দাম থাকলেও চাষিদের আলু তেমনভাবে ফলেনি বলে জানাচ্ছেন তারা।
কেশপুরের কৃষক অরূপ ঘোষ জানান, মাত্র দুই থেকে তিন প্যাকেট করে কাটা প্রতি আলু ফলায় লাভ হচ্ছে না। কোনরকমে চাষের খরচ টুকু আসবে। অন্যদিকে আরেক মহিলা চাষি পুষ্পা টাঙি জানান, "অতিবৃষ্টির ফলে আলুর ফলন খুব একটা ভাল হয়নি। বৃষ্টি না হলে হয়তো আলুর ফলন ভালো হলে এই দামটাও যথেষ্ট ছিল।" আলুর ফলন কম হয়েছে, দামটা আরেকটু হলে ভালো হতো এমনই আরজি চাষিদের।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের শীতকালের শুরু থেকে দফায় দফায় অকাল বৃষ্টিতে জেলার আলু চাষ অনেকখানি নষ্ট হয়েছে। আলুর মরশুমে প্রথম দফায় আলু লাগানোর পরেই ব্যাপক বৃষ্টির ফলে জেলার কয়েকশো বিঘা জমির আলু চাষ চলে যায় জলের তলায়। এরপর দ্বিতীয় দফায় পুনরায় জেলার কয়েক হাজার চাষি আলু লাগায়, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বেশ কিছু এলাকায় আলুতে ধসা রোগ লাগে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও শিলা বৃষ্টিতে শতাধিক বিঘা আলু নষ্ট হওয়ার উপক্রম দেখা দেয়। অন্যদিকে, আলুর দাম খোলাবাজারে বেশ চড়া হলেও, আলু চাষিরা সেই মোতাবেক দাম পাচ্ছেন না বলে অভিযোগ।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: দাম থাকলেও হাসি নেই আলু চাষিদের মুখে, চিন্তায় মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আলু চাষিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement