advertisement

Paschim Medinipur: আলপনার মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত মেদিনীপুরে

Last Updated:

\"এসো, এসো, এসো হে বৈশাখ!\" চৈত্রের শেষ দিন, আর নব বৈশাখের ঠিক আগের দিনে, মেদিনীপুর শহরের গান্ধী ঘাটেল 'সেলফি জোন' আল্পনার রঙে রাঙিয়ে দিলেন মেদিনীপুরের এক ঝাঁক শিল্পীবৃন্দ।

মেদিনীপুরের গান্ধী ঘাট
মেদিনীপুরের গান্ধী ঘাট
মেদিনীপুর: \"এসো, এসো, এসো হে বৈশাখ!\" চৈত্রের শেষ দিন, আর নব বৈশাখের ঠিক আগের দিনে, মেদিনীপুর শহরের গান্ধী ঘাটেল 'সেলফি জোন' আল্পনার রঙে রাঙিয়ে দিলেন মেদিনীপুরের এক ঝাঁক শিল্পীবৃন্দ। আগামীকাল (১৫ এপ্রিল) শুধু বাংলা নববর্ষ (১৪২৯)-ই নয়, 'বিশ্ব শিল্প দিবস' (World Art Day)-ও। তাই, এই দু'টি দিনকে স্মরণে রেখে মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি'র ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই অভিনব শিল্পকর্ম ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়। শহরের, কংসাবতী নদী তীরবর্তী গান্ধী ঘাটের নবনির্মিত 'সেলফি জোন'-টিকেই তাঁরা বেছে নেন, এই অনিন্দ্যসুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তোলার জন্য। প্রথম দিন মেদিনীপুর আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা এই গান্ধী ঘাটের সেলফি জোনটিতে গিয়ে আলপনার স্ট্রাকচার তৈরী করেন। পরের দিন অর্থাৎ ১ লা বৈশাখ সকালেই তারা আলপনায় রঙ এর প্রলেপ দেওয়ার কাজ সম্পন্ন করেন। 'মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি' নামক প্রতিষ্ঠানের কর্ণধার রাজীব দাস জানিয়েছেন, \"বর্ষবরণ আর বিশ্ব শিল্প দিবসের প্রাক্কালে শিল্প সৃষ্টির মাধ্যমে, নিজেদের সমৃদ্ধ করা এবং প্রিয় মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলার উদ্দেশ্যেই শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিল্পকর্মে মেতে উঠে ছিলাম আমরা। মেদিনীপুর পৌরসভা এবং শহরবাসীকে অসংখ্য ধন্যবাদ, আমাদের উৎসাহিত করার জন্য।\" রাজীব ছাড়াও ছিলেন তাঁর শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ আর্ট অ্যাকাডেমি'র শুভদীপ ঘোষ, রত্নদ্বীপ পরিয়া, সুশান্ত জানা, সায়নী পাল, সত্যজিৎ সাহা প্রমুখ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সর্বোপরি আর্ট অ্যাকাডেমি'র ছাত্র-ছাত্রীরা। নববর্ষের (১৪২৯) ঠিক প্রাক্কালে মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি'র মন ভালো করা এই শিল্প নৈপুণ্যের ছোঁয়ায় শহরবাসীও আপ্লুত!
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আলপনার মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত মেদিনীপুরে
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement